শেষ হল জু-ফেস্টিভ্যাল, ছাত্রছাত্রীদের সচেতনতা বাড়ায় উৎসাহিত আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ

ভ্রমণঅনলাইন ডেস্ক: জু-ফেস্টিভ্যাল এখন আলিপুর চিড়িয়াখানার অন্যতম আকর্ষণ। গত ১৪ নভেম্বর থেকে শুরু হওয়া পাঁচ দিনের এই উৎসব শেষ হল শুক্রবার। এই উৎসবের মধ্যে দিয়ে কমবয়সিদের মধ্যে পশুপাখি এবং পরিবেশ নিয়ে সচেতনতা বৃদ্ধি করাই ছিল চিড়িয়াখানা কর্তৃপক্ষের মূল উদ্দেশ্য।

এ বারের উৎসব তার চতুর্থ বর্ষে পড়ল। চিড়িয়াখানার অধিকর্তা আশিস সামন্ত বলেন, “২০১৭ থেকে এই উৎসবের সূচনা হয় শিশু দিবসের কথা মাথায় রেখেই। উদ্দেশ্য ছিল কমবয়সিদের মধ্যে সচেতনতা বাড়ানো। ২০২০ এবং ২০২১ সালে কোভিড মহামারির জন্য উৎসব করা সম্ভব হয়নি। তবে এ বছর ছাত্রছাত্রীদের আগ্রহ অনেক বেশি। প্রথম দিন আঁকার প্রতিযোগিতায় দেড়শো স্কুল যোগ দিয়েছিল। বুধবার কুইজ প্রতিযোগিতায় যোগ দেয় ৬০টি স্কুল এবং কলেজ। এর থেকেই বোঝা যায় যে সচেতনতা বাড়ছে।”

পাঁচ দিন ব্যাপী এই উৎসবের প্রথম দিন অর্থাৎ ১৪ নভেম্বর আঁকার প্রতিযোগিতা ছিল। মঙ্গলবার ১৫ নভেম্বর ছিল স্কিট, অর্থাৎ ব্যঙ্গ-রচনা উপস্থাপনা। বুধবার, ১৬ নভেম্বর কুইজ, ১৭ নভেম্বর গল্প লেখা এবং শেষ দিন শুক্রবার তথা ১৮ নভেম্বর ছিল সেমিনার। এ বারের উৎসবে অংশগ্রহণকারীদের সংখ্যা আগের সব বারের থেকে অনেক বেশি ছিল।

স্কুল, কলেজের পড়ুয়ারা যে ভাবে এই উৎসবে যোগ দিয়েছে, সেই ছবিটা দেখে সামন্তবাবু খুব আশাবাদী। তিনি বলেন, “শিশুরাই তো ভবিষ্যৎ। এখন থেকেই যদি ওদের মধ্যে এই ধরনের সচেতনতা দেখা যায়, তা হলে আমাদের ভবিষ্যতটা যে নিরাপদ সেটা আমি বুঝতে পারছি। আমার ভালো লাগছে।”

এই সচেতনতা দেখে উৎসাহিত পশ্চিমবঙ্গ চিড়িয়াখানা প্রাধিকরণ (West Bengal Zoo Authority)-এর সদস্য-সচিব সৌরভ চৌধুরী। কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার আগে নিজের বক্তৃতায় তিনি বলেন, “তোমরা সবুজ মন নিয়ে এসেছো, সবুজ মন রাখো। কারণ ভবিষ্যৎটা কিন্তু তোমাদের।”

তবে শুধু এই উৎসবেই নয়, ছোটোদের মধ্যে সচেতনতা বাড়াতে সারা বছর ধরে নানা রকম অনুষ্ঠানের আয়োজন করে থাকে চিড়িয়াখানা। আগামী দিনে ছোটোদের মধ্যে চিড়িয়াখানা এবং পশুপাখি ও জীবজন্তু নিয়ে আগ্রহ এবং সচেতনতা যে আরও বাড়বে সেটা বুঝতে পারছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

আরও পড়তে পারেন

কলকাতা চিনুন: চিড়িয়াখানা এখন অন্য রকম

জানুয়ারিতে শুরু হচ্ছে দেশের দীর্ঘতম ক্রুজ পরিষেবা, পথে পড়বে কলকাতা ও ঢাকা

নিয়ম শিথিল করল কেন্দ্র, বিমানযাত্রায় আর বাধ্যতামূলক নয় মাস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *