লিপুলেখ পর্যন্ত রাস্তার কাজ শেষ হবে দু’ বছরের মধ্যে, কমবে কৈলাসযাত্রার ধকল

ভ্রমণ অনলাইনডেস্ক: উত্তরাখণ্ডের লিপুলেখ দিয়ে কৈলাস-মানস সরোবরে যাত্রা এখন আরও সহজ হতে চলেছে। সম্প্রতি বর্ডার রোডস্‌ অর্গানাইজেশন জানিয়েছে, ২০২৪ সালের মধ্যে লিপুলেখ পর্যন্ত পাকা রাস্তার নির্মাণ কাজ শেষ হবে। ভারতীয় সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার-ইন-চিফ লেফটেন্যান্ট জেনারেল হরপাল সিং বলেছেন, একটা বড়ো অংশের কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে।

এই রাস্তা তৈরি হয়ে হলে কৈলাসগামী তীর্থযাত্রীরা ভারতের শেষ বিন্দু পর্যন্ত সোজা গাড়িতেই চলে যেতে পারবেন। রাস্তা তৈরি হলে এই এলাকার উন্নয়নও গতি পাবে, সেই সঙ্গে বাড়বে পর্যটন।

উল্লেখ্য, ভ্রমণের সময় কমাতে এবং ভারত-চিন সীমান্তের সংঘর্ষপ্রবণ এলাকাগুলি এড়াতে লিপুলেখ এবং কৈলাস-মানস সরোবরের রুটের কিছু অংশ সুড়ঙ্গ করার পরিকল্পনাও রয়েছে। নতুন রুটে পিথোরাগড় এবং তার পরে লিপুলেখ পাস চিন সীমান্তে রয়েছে।

এই রাস্তার কাজ শেষ হলে উত্তরাখণ্ডের পিথোরাগড় থেকে ভারত-চিন সীমান্ত মাত্রা পাঁচ ঘণ্টার মধ্যেই যাওয়া সম্ভব হবে। আধিকারিকদের মতে, কৈলাস-মানস সরোবর সেখান থেকে মাত্র ২ ঘন্টা দূরে। অর্থাৎ এই রাস্তা তৈরির পর পিথোরাগড় থেকে কৈলাসে ৭ থেকে ৮ ঘণ্টায় যাওয়া যাবে।

আরও পড়তে পারেন

কলকাতা চিনুন: চিড়িয়াখানা এখন অন্য রকম

নিয়ম শিথিল করল কেন্দ্র, বিমানযাত্রায় আর বাধ্যতামূলক নয় মাস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *