২৯ নভেম্বর শুরু হচ্ছে রাজগির মহোৎসব, প্রস্তুতি তুঙ্গে

ভ্রমণ অনলাইনডেস্ক: আগামী ২৯ নভেম্বর শুরু হচ্ছে আন্তর্জাতিক রাজগির মহোৎসব। বিহার পর্যটন দফতর এবং নালন্দা জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হচ্ছে বলে জানান জেলাশাসক শশাঙ্ক শুভঙ্কর।

মহোৎসবের পাশাপাশি প্রায় একই সঙ্গে সাত দিন ধরে চলবে ‘গ্রাম শ্রী মেলা।’ একই সঙ্গে চলবে বইমেলা, খাদ্যমেলা, কৃষিমেলাও। পর্যটকের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। রাজগির মহোৎসব চলাকালীন নানা রকম প্রতিযোগিতারও আয়োজন করতে চলেছে জেলা প্রশাসন।

উল্লেখ্য, ১৯৮৬ সালে এই উৎসবের সূচনা করেন বিহারের তৎকালীন মুখ্যমন্ত্রী বিন্দেশ্বরী দুবে। প্রথম দিকে খুব একটা জাঁকজমক ব্যাপার ছিল না এই উৎসবের। ২০১১ সালে রাজগিরের কেল্লা ময়দানে এই উৎসবকে সরিয়ে আনেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তার পর থেকেই উৎসবের প্রতিপত্তি শুরু।

তবে কেল্লা ময়দানে দর্শক প্রবেশের ওপরে নিষেধাজ্ঞা জারি করে ভারতীয় পুরাতাত্ত্বিক সর্বেক্ষণ। ফলে ২০১৭ থেকে রাজগিরের আরআইসিসি এবং হকি গ্রাউন্ডে এই মেলা স্থানান্তরিত হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *