বিশ্বের উচ্চতম এবং বৃহত্তম বৌদ্ধস্তূপ, কেশারিয়া স্তূপের ব্যাপারে জানুন বিস্তারিত

ভ্রমণ অনলাইনডেস্ক: ভারতের বিভিন্ন প্রান্তে অনেক বৌদ্ধস্তূপ রয়েছে যা পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। কিন্তু অনেকেই হয়তো জানেন না বিশ্বের বৃহত্তম এবং উচ্চতম বৌদ্ধস্তূপের কথা। বিহারের পূর্ব চম্পারন জেলার কেশারিয়ায় অবস্থিত এই স্তূপটি কেশারিয়া স্তূপ হিসেবেই পরিচিত।

মৌর্য যুগে সময়ে এই স্তূপ তৈরি বলে জানা গিয়েছে। স্থানীয়রা এই স্তূপটির সঙ্গে বছরের পর বছর ধরে পরিচিত থাকলেও বাইরের পর্যটকদের কাছে এর বিশেষ পরিচিতি নেই। ১৯৯৮ পর্যন্ত স্তূপটির একটা ছোটো অংশই দেখা যেত। তবে ১৯৯৮-এ নতুন করে খননকার্য শুরু হওয়ার পর স্তূপটা প্রায় পুরোটাই বেরিয়ে পড়ে।

স্তূপটি ১০৪ ফুট উঁচু এবং এর পরিধি ৪০০ ফুট। এর থেকেই বোঝা যায় স্তূপটি কতটা বড়ো। বৌদ্ধদের কাছে এটি অন্যতম পবিত্র স্থান, কারণ এখানে মৃত্যুর আগে কয়েক জন ভক্তকে দীক্ষা দিয়েছিলেন গৌতম বুদ্ধ। তার অনেক মূর্তি এই স্তূপে খোদাই করা রয়েছে। স্তূপের চূড়াটি গোম্বুজ আকৃতির, যা পর্যটকদের বিশেষ ভাবে মন কেড়ে নেয়।

কেশারিয়া স্তূপটি পটনা শহর থেকে ১১০ কিলোমিটার দূরে অবস্থিত। কেশারিয়ার নিকটবর্তী রেলস্টেশন ৭১ কিলোমিটার দূরের মুজাফ্‌ফরপুর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top