পর্যটকদের জন্য কলকাতায় ‘হো হো’ বাস পরিষেবা

ভ্রমণ অনলাইনডেস্ক: পর্যটকদের জন্য কলকাতায় শুরু হচ্ছে ‘হো হো’ বাস পরিষেবা। সরকারি উদ্যোগে এমন বাস পরিষেবা কলকাতায় নতুন। এই প্রকল্পে দিনে এক বার টিকিট কেটেই ঘোরা যাবে কলকাতার বিভিন্ন দর্শনীয় স্থান।

এই বাস পরিষেবার পোশাকি নাম হল ‘হপ অফ্ হপ অন’। একেই সংক্ষেপে ‘হো হো’ বাস পরিষেবা বলে ডাকা হচ্ছে। এই পরিষেবায় পর্যটকরা ২৫০ টাকা দিয়ে টিকিট কেটে সারা দিন কলকাতা ভ্রমণ করতে পারবেন। প্রতি দিন ভিক্টোরিয়া মেমোরিয়াল-সংলগ্ন এলাকা থেকে ৩টি করে বাস চালানো হবে এই পরিষেবায়।

ভিক্টোরিয়া থেকে যাত্রা শুরু করে প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, হাওড়া জগন্নাথ ঘাট, হাওড়া স্টেশন, অ্যান্ড্রুজ চার্চ, পার্ক স্ট্রিট হয়ে ফের ভিক্টোরিয়ায় শেষ হবে সফর। তবে পর্যটকরা চাইলে নিজের গন্তব্য মতো নেমেও যেতে পারবেন। এখানে আরও একটি সুবিধা থাকছে পর্যটকদের জন্য। ‘হো হো’ বাস থেকে নেমে পড়লেও, সরকারি জলযান, ট্রাম, কিংবা বাসেও একই টিকিটেই যাত্রা করতে পারবেন তাঁরা।

পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম এই বাসগুলির পরিচালনার দায়িত্বে থাকছে। আপাতত ৩টি ‘হো হো’ বাস বরাদ্দ হয়েছে নতুন এই পরিষেবার জন্য। কুড়ি মিনিট অন্তর এই ৩টি বাস যাতায়াত করবে নির্দিষ্ট যাত্রাপথ দিয়ে। বাকি পরিকাঠামো উন্নয়নের দায়িত্বে থাকবে পর্যটন দফতর।

রাজ্য পর্যটন দফতর সুত্রে খবর, এই উদ্যোগ সফল হলে, হো হো বাসের সংখ্যাও বাড়ানো হতে পারে। নভেম্বর মাসের মধ্যেই এই বাস পরিষেবা শুরু করতে চায় সরকার, তবে কবে থেকে তা হবে, সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। লন্ডন, প্যারিস, লিসবন, রোম ইত্যাদি শহরে এই ধরনের বাস পরিষেবা চালু আছে।

আরও পড়তে পারেন

সোমবার থেকে পাঁচ দিনের বার্ষিক উৎসব আলিপুর চিড়িয়াখানায়, শিশুদের জন্য থাকছে প্রতিযোগিতা

মন্দিরনগরী মল্লভূমে ইতিহাসের হাতছানি

শান্তিপুরের রাস উৎসবকে পর্যটন মানচিত্রে তুলে আনার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বেঙ্গল সাফারি পার্কে নতুন আকর্ষণ, বছর শেষের আগেই সিংহ সাফারি

বাঁকুড়ায় নতুন ট্রেক রুটের সন্ধানে অভিযান চালালেন ১৬ জন অভিযাত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *