বার্ষিক ভ্রমণ-পুস্তক প্রকাশ ও রক্তদান শিবির পানিহাটির নীলকণ্ঠ অভিযাত্রী সংঘে

ভ্রমণ অনলাইনডেস্ক: প্রত্যেকেই পাহাড়প্রেমিক। পাহাড়প্রেমিক শুধু নয়, তাঁরা পর্বতারোহী। পর্বতারোহণের নেশাতেই আজ থেকে তিন দশক আগে চালু করেছিলেন নীলকণ্ঠ অভিযাত্রী সংঘ। পানিহাটিতে যাত্রা শুরু করা এই ক্লাবের পরিচিতি এখন কলকাতা শহর জুড়ে।

রবিবার এই অভিযাত্রী সংঘেরই বার্ষিক পুস্তক প্রকাশ অনুষ্ঠান আয়োজিত হল। এই উপলক্ষ্যে আয়োজন করা হয়েছিল রক্তদান শিবিরেরও। সারা দিনব্যাপী এই অনুষ্ঠানে যেন চাঁদের হাট বসেছিল।

২০০৩ সাল থেকে রক্তদান শিবিরের আয়োজন করছে নীলকণ্ঠ। মাঝেমধ্যে সেই শিবির করা সম্ভব না হলেও এ বার এই শিবির খুব ভালো ভাবেই আয়োজন করা হয়। রক্তদাতাদের মধ্যে উৎসাহ ছিল ভালোই। মোট ৩৪ জন রক্ত দেন এই শিবিরে। রক্তদান শিবিরে এসেছিলেন পানিহাটি পুরসভার চেয়ারম্যান মলয় রায় এবং স্থানীয় পুরপিতা প্রবীর ভট্টাচার্য। পানিহাটির সাগর দত্ত হাসপাতালের তরফ থেকে এই রক্ত সংগ্রহ করা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে ছিল পুস্তক প্রকাশ। এ বার প্রকাশিত হল সংঘের অষ্টম বার্ষিক ভ্রমণ সংকলনটি। বিশেষ অতিথি হিসেবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ষীয়ান ভ্রামণিক ও লেখক বরুণ দত্ত। এ ছাড়াও উপস্থিত ছিলেন সংঘের সভাপতি রতনলাল বিশ্বাস, রথীন্দ্রনারায়ণ চক্রবর্তী, অসীম ঘোষ চৌধুরী, সুশান্ত মজুমদার প্রমুখ।

এ বারের সংকলনে ৩৮ জন ভ্রমণ-লেখকের লেখা প্রকাশিত হয়েছে। সব লেখককেই এই অনুষ্ঠানে বিশেষ সম্মাননা দেওয়া হয়। গোটা অনুষ্ঠানটির সঞ্চালনা করেন শান্তনু চট্টোপাধ্যায়।

আরও পড়তে পারেন

পর্যটকদের জন্য কলকাতায় ‘হো হো’ বাস পরিষেবা

সোমবার থেকে পাঁচ দিনের বার্ষিক উৎসব আলিপুর চিড়িয়াখানায়, শিশুদের জন্য থাকছে প্রতিযোগিতা

মন্দিরনগরী মল্লভূমে ইতিহাসের হাতছানি

শান্তিপুরের রাস উৎসবকে পর্যটন মানচিত্রে তুলে আনার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বেঙ্গল সাফারি পার্কে নতুন আকর্ষণ, বছর শেষের আগেই সিংহ সাফারি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *