মরশুমের প্রথম ভারী তুষারপাত হিমাচলে, আনন্দে মাতলেন পর্যটকরা

শিমলা: সপ্তাহ দুয়েক আগে হিমাচল প্রদেশের উঁচু এলাকাগুলিতে তুষারপাত হয়েছিল। তবে মঙ্গলবার মরশুমের প্রথম ভারী তুষারপাত দেখল এই সব অঞ্চল। বরফের চাদরে মুড়ে গেল লাহুল-স্পিতির বিস্তীর্ণ এলাকা। রোটাং পাসও ঢাকল বরফে। এই তুষারপাতের ফলে আনন্দে মাতলেন পর্যটকরা। খুশি ভ্রমণ ব্যবসায়ীরাও।

স্থানীয় সূত্রে খবর, লাহুল-স্পিতি অঞ্চলে কাজা, লোসার এবং চিরচিমে ভারী তুষারপাত হয়েছে। এই বরফ পড়ার ফলে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে কিছুটা। অন্য দিকে কিন্নর অঞ্চলের ছিটকুলেও বরফ পড়েছে বলে জানা গিয়েছে।

পাশাপাশি, রোটাং পাসে তুষারপাতের ফলে মানালির আশেপাশের পাহাড়গুলির চূড়া সব সাদা হয়ে গিয়েছে। সব মিলিয়ে বেশ মায়াবী দৃশ্য তৈরি হয়েছে। অন্য দিকে, ধরমশালাকে ঘিরে রাখা ধৌলাধার পর্বতশ্রেণিতেও তুষারপাত হয়েছে মঙ্গলবার।

অন্য বারের থেকে এ বার বেশ কিছুটা তাড়াতাড়িই বরফ পড়ে গেল এই সব অঞ্চলে। ফলে স্বাভাবিক ভাবেই পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত সবাই খুশি। তাঁদের আশা, বরফ পড়ার ফলে দীপাবলির ছুটিতে পর্যটকদের ভিড় আরও বাড়বে হিমাচলে।

তবে তুষারপাতের ফলে কিছু কিছু ক্ষেত্রে পর্যটকদের ভোগান্তিও হচ্ছে। এমনই এক পর্যটক লোপিতা বিশ্বাস ভ্রমণ অনলাইনকে জানান যে বরফ পড়ার ফলে চন্দ্রতাল যেতে পারেননি তিনি। ফলে কিছুটা আশাহত হয়েই তাঁকে শিমলা ফিরে আসতে হচ্ছে।

আরও পড়তে পারেন

কালীপুজো-দীপাবলি: পশ্চিম মেদিনীপুরের খেপুত সাবর্ণবাড়ির পুজোর ২২৫ বছর

দীর্ঘ ৬০ বছর পর ভ্রামণিকদের জন্য খুলল ট্রান্স ভুটান ট্রেল

ভগবানের আপন দেশে ৭ / ঘুরে এলাম টপ স্টেশন  

কাশ্মীর-কেরলের অভিজ্ঞতা পশ্চিমবঙ্গেও, রাত্রিবাস করুন হাউসবোটে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *