তিন দিনের মধ্যে বর্ষা বিদায় শুরু, পুজোয় উত্তর ভারতে দুুর্দান্ত আবহাওয়া থাকার সম্ভাবনা

নয়াদিল্লি: গত পাঁচ-ছয় বছরের ধারা পালটে দিয়ে এ বার বেশ কিছুটা তাড়াতাড়িই বর্ষার বিদায়যাত্রা শুরু হতে চলেছে উত্তর ভারত থেকে। কেন্দ্রীয় আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে ইতিমধ্যেই উত্তরপশ্চিম ভারত অর্থাৎ রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা বিস্তীর্ণ অংশে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের প্রভাব কমে গিয়েছে, দক্ষিণা হাওয়াকে সরিয়ে বইছে উত্তুরে শুষ্ক হাওয়া। চামড়ায় টানও ধরছে ধীরে ধীরে।

আর এই সব পরিস্থিতির হাত ধরেই চলতি সপ্তাহের মাঝামাঝিই বর্ষার বিদায় যাত্রা শুরু হয়ে যাবে। সাধারণত সেপ্টেম্বরের গোড়া থেকেই দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু গতি হারাতে শুরু করে। তার সূচনা হয় দেশের উত্তর-পশ্চিম অংশ বিশেষত, পশ্চিম রাজস্থান থেকে। ক্রমশ তা গোটা দেশে ছড়িয়ে পড়ে। সেই প্রক্রিয়াই এ বার শুরু হবে।

পুজোর মুখে এমন খবরে নিঃসন্দেহে খুশি হবেন বাঙালি পর্যটকরা। কারণ সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকেই দুরপাল্লার ভ্রমণ শুরু হয়ে যাবে। বাঙালি পাড়ি দেবে রাজস্থান, হিমাচল, উত্তরাখণ্ড, কাশ্মীর ইত্যাদি রাজ্যে।

এ দিকে গত বছরের ভয়াবহ স্মৃতি এখনও পর্যটকদের মনে টাটকা। পুজোর ঠিক পরেই যখন ভ্রমণ সবে শুরু হয়েছে, ঠিক তখনই রেকর্ড ভাঙা বৃষ্টি নেমেছিল উত্তরাখণ্ড। ১৮ থেকে ২১ অক্টোবরের মধ্যে ওই বৃষ্টিতে নৈনিতালের হ্রদের জল রাস্তায় চলে এসেছিল। জায়গায় জায়গায় ধস নেমেছিল। বিপাকে পড়েছিলেন পর্যটকরা।

এ বার বর্ষার বিদায়যাত্রা শুরু হয়ে যাওয়ার ফলে পুজোর ছুটির সময় উত্তর ভারতে আবহাওয়া আর বিপদ ডেকে আনবে না বলেই মনে করা হচ্ছে। ফলে পর্যটকরা নিশ্চিন্তে ভ্রমণ করতে পারেন।

আরও পড়তে পারেন

হিমালয়ের কোলে নতুন এক হ্রদ, ‘গুগ্‌ল আর্থ’ দেখে আবিষ্কার করলেন ছয় তরুণ

২৩ তারিখ থেকে ভারতীয় পর্যটকদের জন্য খুলছে ভূটান, তবে গুণতে হবে প্রচুর টাকা

পুজোয় অদূরে ৫ / দেওঘর-মধুপুর-গিরিডি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *