৫ থেকে ৮ অক্টোবর উত্তরাখণ্ডে প্রবল বর্ষণের আশংকা, সতর্ক থাকুন পর্যটকরা

দেহরাদুন: পুজো শুরু হতেই বাঙালির দূরপাল্লার ভ্রমণ শুরু হয়ে গিয়েছে। ভ্রমণপ্রিয় মানুষজন এখন পাড়ি দিচ্ছেন রাজস্থান, হিমাচল, উত্তরাখণ্ড, কাশ্মীর ইত্যাদি রাজ্যে। কিন্তু এরই মধ্যে কিছুটা চিন্তার খবর দিল আবহাওয়া দফতর। আগামী ৫ থেকে ৮ অক্টোবর, উত্তরাখণ্ডে প্রবল বর্ষণের সতর্কবার্তা দিয়েছে তারা।

এমনিতে উত্তরাখণ্ডের আবহাওয়া এখন মোটের ওপরে শুকনোই রয়েছে। বর্ষা বিদায় নেওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে। ফলে পর্যটকরা এখন মোটের ওপরে ভালো আবহাওয়াতেই রাজ্যটা ঘুরে নিতে পারবেন। কিন্তু ৫ অক্টোবরের পর বদলে যাবে পরিস্থিতি।

আসলে, ভিয়েতনামে আঘাত হানা ঘূর্ণিঝড় নোরুর প্রভাবে আগামী ১ অক্টোবর উত্তরপূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। ওই ঘূর্ণাবর্তটি নিম্নচাপের রূপ নিয়ে পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। তার পর মধ্য ভারত হয়ে সেটি উত্তরাখণ্ডে গিয়ে ঘাঁটি গাড়বে।

এই নিম্নচাপটির প্রভাব যত না দক্ষিণবঙ্গের ওপরে পড়বে, তার থেকে অনেক বেশি পড়বে উত্তরাখণ্ডে। কারণ উত্তরাখণ্ডের পাহাড়ে ধাক্কা খাবে জলীয় বাষ্প ভরা বাতাস। সেই থেকে নামবে প্রবল বৃষ্টি। ৫ থেকে ৮ অক্টোবর উত্তরাখণ্ডে, বিশেষত কুমায়ুন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশংকা রয়েছে। এর ফলে জায়গায় জায়গায় ধস নামারও আশংকা করা হচ্ছে। প্রভাবিত হতে পারে যান চলাচল।

ফলে পর্যটকদের কিছুটা সতর্কতা অবলম্বন করার অনুরোধ করা হচ্ছে। পরিস্থিতি বুঝে নিয়ে রাস্তায় বেরোবেন। আবহাওয়া বেগতিক দেখলে ওই দিন রাস্তায় বেরোবেন না, হোটেলেই থেকে যাবেন।

আরও পড়তে পারেন

ছবি-আঁকায় ফুটেছে পাহাড় থেকে সমুদ্র, ভ্রামণিকদের নজর কাড়ছে একুশ পল্লীর উদ্ভাবনী থিম

কলকাতায় ঠাকুর দেখা: চলুন বেহালা থেকে বেলেঘাটা

কলকাতায় ঠাকুর দেখা: ঢাকুরিয়ার শহিদনগর সর্বজনীনের পুজোয় সম্মানিত হচ্ছেন অনামা শিল্পীরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *