কলকাতা: করোনা মহামারির শেষে আবার ফিরল দুর্গাপুজোর কার্নিভাল। শনিবার কলকাতার রেড রোডের এই কার্নিভালের মধ্যে দিয়ে শেষ হল দুর্গাপুজো।
২০১৯-এ শেষ বার কার্নিভাল দেখেছিল শহর। এ বছর সেই কার্নিভাল আরও আকর্ষণীয় ও জমকালো। কারণ, ইউনেস্কোর তরফে এ বার হেরিটেজ তকমা পেয়েছে দুর্গাপুজো। তাই তার উদযাপনে বাড়তি জৌলুস তো ছিলই। শনিবার রেড রোডের কার্নিভালে অংশ নিয়েছে ১০০ টি পুজো কমিটি। প্রত্যেকের প্রদর্শনীর জন্য বরাদ্দ ছিল তিন মিনিট করে।

এর মধ্যে আবার আদিবাসী নাচের সঙ্গে তাল মিলিয়ে নাচতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। সুকিয়া স্ট্রিটের রামমোহন সম্মিলনীর পুজোয় এ বারের থিম ছিল জঙ্গলকন্যা। রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা নিজে এই পুজোর সঙ্গে জড়িত। এই পুজোর ট্যাবলো প্রদর্শনীর সময় মুখ্যমন্ত্রীর মঞ্চের সামনে সাঁওতালি নৃত্য পরিবেশন করেন সেখানকার মেয়েরা। তা দেখে মুখ্যমন্ত্রীও নেমে আসেন মঞ্চ থেকে। তাঁদের হাতে হাত ধরে, তাল মিলিয়ে নাচতে শুরু করেন। মুখ্যমন্ত্রীকে নিজেদের মাঝে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তাঁরা।
শনিবার বিকাল সাড়ে ৪ টে থেকে শুরু হয় কার্নিভাল। রেড রোডের দু’দিকে প্যান্ডেল বাধা হয়। সেখানেই দর্শক বসে দেখেছেন। এর সঙ্গে ছিল বিশেষ আলোকসজ্জা। এই কার্নিভালে বিদেশিদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
কার্নিভালের আরও কিছু ছবি




ছবি তুলেছেন রাজীব বসু
আরও পড়তে পারেন