দেহরাদুন: চারধামের মন্দিরগুলো বন্ধ হওয়ার দিন ঘোষণা করে দিল সংশ্লিষ্ট মন্দির কর্তৃপক্ষ। শীতের জন্য ছয় মাস চারধামের দরজা বন্ধ থাকে। তখন পূজার্চনা হয় কম উচ্চতার জায়গায় অবস্থিত মন্দিরগুলোতে।
জানা গিয়েছে, চারধামের মন্দিরগুলোর মধ্যে সব থেকে আগে বন্ধ হবে গঙ্গোত্রীর মন্দির।২৬ অক্টোবর দুপুর ১২:০১-এ কপাট বন্ধ হবে এই মন্দিরের। কেদারনাথ এবং যমুনোত্রী মন্দির বন্ধ হবে ২৭ অক্টোবর, অর্থাৎ ভাইফোঁটার দিন। চারধামের মধ্যে সব থেকে দেরিতে বন্ধ হবে বদরীনাথের কপাট। এই মন্দিরের দরজা বন্ধ হবে ১৯ নভেম্বর।
পঞ্চকেদারের মন্দিরগুলোর মধ্যে তুঙ্গনাথ মন্দিরের দরজা বন্ধ হয়ে যাবে ৭ নভেম্বর। মদমহেশ্বরের বন্ধ হবে ১৮ নভেম্বর। অন্য দিকে, আগামী ১০ অক্টোবর হেমকুন্ড সাহেব বন্ধ হয়ে যাবে পর্যটকদের জন্য।
উল্লেখ্য, এই বছর এপ্রিলে চারধামের দরজা খোলার পর রেকর্ড সংখ্যক তীর্থযাত্রী সেই চারধামে গিয়েছিলেন। বদরীনাথে গিয়েছেন মোট ১৪ লক্ষ ৫৩ হাজার ৫৪৯ জন তীর্থযাত্রী। কেদারনাথে গিয়েছেন ১৩ লক্ষ ৩৯ হাজার ৪৭৭ জন।
আরও পড়তে পারেন
রেড রোডে জমকালো কার্নিভালের মধ্যে দিয়ে শেষ হল শারদোৎসব