ভ্রমণ অনলাইন ডেস্ক: লকডাউনের জেরে পিছিয়ে গেল উত্তরাখণ্ডের কেদারনাথ আর বদরীনাথ মন্দিরের আনুষ্ঠানিক দ্বারোন্মোচনের দিন। বর্তমান পরিস্থিতিতে সিদ্ধান্ত হয়েছে যে ১৪ মে দরজা খুলবে কেদারনাথ মন্দিরের, তার পরের দিন দর্শনার্থীদের জন্য খুলবে বদরীনাথ মন্দির।
এমনিতে দেশে সব ধর্মীয় স্থানই এখন দর্শনার্থীদের জন্য বন্ধ। ফলে কেদার–বদরীর মন্দিরের দ্বার খুললেও এখনই কোনো দর্শনার্থী সেখানে যেতে পারবেন না। কিন্ত আনুষ্ঠানিক দ্বারোন্মোচন তো বন্ধ রাখা যায় না। অল্প কয়েক জনের উপস্থিতিতে এই অনুষ্ঠান হতে পারে।
নির্দিষ্ট নির্ঘণ্ট অনুযায়ী অক্ষয় তৃতীয়ার আশেপাশে খুলে যায় কেদারনাথ আর বদরীনাথ মন্দির। সেই অনুযায়ী এ বার কেদার খোলার কথা ছিল ২৯ এপ্রিল আর বদরীনাথ ৩০ এপ্রিল। কিন্তু সমস্যা তৈরি হয়েছিল দুই মন্দিরের প্রধান পূজারির উপস্থিতি নিয়ে।
গত নভেম্বরে কেদারনাথ আর বদরীনাথ মন্দির বন্ধ হওয়ার পর তাঁদের পূজারিরা চলে গিয়েছিলেন তাঁদের নিজভূমে। কেদারনাথের পূজারি চলে গিয়েছিলেন মহারাষ্ট্রে আর বদরীনাথের মূল পূজারি কেরলে।
আরও পড়ুন: লক্ষ লক্ষ পরিযায়ী ফ্লেমিঙ্গোর আগমনে মুম্বই এখন গোলাপি শহর
কিছু দিন আগেই স্বরাষ্ট্রমন্ত্রকের ব্যবস্থাপনায় ফিরিয়ে আনা হয়েছে দুই পূজারিকে। কিন্তু সরকারি নিয়ম মেনে দু‘ জনকেই বাধ্যতামূলক কোয়ারান্টাইনে যেতে হয়েছে। ফলে নির্দিষ্ট সময়ে মন্দির খুলতে হলে প্রধান পূজারিদের অনুপস্থিতিতেই তা খুলতে হত। কিন্তু সেটা না করে মন্দির খোলার দিনটাই পিছিয়ে দেওয়া হয়েছে।