ভ্রমণ অনলাইনডেস্ক: গাড়োয়াল হিমালয়ে অবস্থিত পবিত্র চার ধামের দ্বারোন্মোচনের দিন ঘোষিত হল। কেদারনাথ-বদরীনাথ মন্দির কমিটি এবং গঙ্গোত্রী-যমুনোত্রী মন্দির কমিটির তরফে এই ঘোষণা করা হয়েছে।
জানানো হয়েছে যে কেদারনাথ মন্দিরের দরজা খুলবে আগামী ২৫ এপ্রিল। এর দু’ দিন পর, অর্থাৎ ২৭ এপ্রিল খুলে যাবে বদরীনাথ মন্দিরের দরজা। তবে এই দুই মন্দিরের কয়েক দিন আগেই খুলে যাবে চার ধামের বাকি দুই ধামের দরজা। আগামী ২২ এপ্রিল একই সঙ্গে ফটক খুলবে গঙ্গোত্রী এবং যমুনোত্রী মন্দিরের।
উল্লেখ্য, প্রবল শীত এবং তুষারপাতের জন্য শীতের ছ’ মাস বন্ধ থাকে চার ধাম। দীপাবলির পর একে একে বন্ধ হতে শুরু করে এই মন্দিরগুলি। এর পর কিছুটা নীচে নেমে আসেন মন্দিরের অধিষ্ঠিত দেবতারা। কেদারনাথ নেমে আসেন উখিমঠে, বদরীনাথের পুজো শুরু হয় জোশীমঠে। গঙ্গোত্রী এবং যমুনোত্রীর পুজো হয় মুখবা এবং খারসালিতে।