অনবরত তুষারপাত কেদারনাথে, চারধাম যাত্রীদের জন্য সতর্কতা

ভ্রমণ অনলাইনডেস্ক: গত রবিবার ফটক খুলে গিয়েছে কেদারনাথ মন্দিরের। শুরু হয়ে গিয়েছে চারধাম যাত্রা। কিন্তু এখনও তুষারপাত বন্ধ হল না কেদারনাথে। বরং সোমবার সকাল থেকে ফের তা শুরু হওয়ায় চারধাম যাত্রীদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা হানা দিচ্ছে উত্তর ভারতে। এর জেরে সমতল এবং নিম্ন পার্বত্য এলাকায় ঝড় এবং শিলাবৃষ্টি হচ্ছে। কিন্তু উচ্চ পার্বত্য অঞ্চলে এখনও তুষারপাত জারি রয়েছে। এর ফলে চারধাম যাত্রায় বিঘ্ন আসছে বার বার।

চারধাম যাত্রীদের শ্রীনগরের পর যেতে দেওয়া হচ্ছে না। উত্তরাখণ্ড সরকার জানিয়েছে আবহাওয়া পরিষ্কার হলে তবেই ওপরে ওঠার অনুমতি দেওয়া হবে। তবে কবে আবহাওয়া পুরোপুরি পরিষ্কার হবে, তার কোনো ইঙ্গিত নেই। কারণ ৩ তারিখ থেকে আরও একটি শক্তিশালী ঝঞ্ঝা হানা দেবে উত্তর ভারতে। মে মাসে আরও কয়েকটি ঝঞ্ঝা উত্তর ভারতে এগিয়ে আসতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *