স্বল্পচেনা উত্তরবঙ্গ: ঘুরে আসুন ইয়েলবং, উত্তরবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়ন

ভ্রমণ অনলাইনডেস্ক: আমেরিকার অ্যারিজোনায় পাথুরে জমির মধ্যে কলোরাডো নদী বয়ে গিয়েছে। সেখানে তৈরি হয়েছে বিশ্বের সব চেয়ে বড়ো গ্র্যান্ড ক্যানিয়ন। এমনও এক গ্র্যান্ড ক্যানিয়ন বাংলাতেও রয়েছে। গড়বেতায় শিলাই নদীর তীরে গনগনি।

এ বার সন্ধান দেওয়া হবে উত্তরবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়নের। কালিম্পংয়ের কোলে লুকিয়ে বাংলার অন্যতম ক্যানিয়ন: ইয়েলবং। পাহাড়ি নদী পাথরের গা বেয়ে চলে গিয়েছে। সেখানেই গড়ে উঠেছে রিভার ক্যানিয়ন কেভ। উত্তরবঙ্গের অন্যতম অবফিট ডেস্টিনেশন এই ইয়েলবং। যাঁরা অ্যাডভেঞ্চার, ট্রেকের নেশায় বেড়াতে যান, তাঁরা এই গরমে ঘুরে আসতে পারেন ইয়েলবং থেকে।

নিউ মাল জংশন স্টেশন থেকে মাত্র ৩ ঘণ্টা দূরত্বে অবস্থিত এই ইয়েলবং। পাহাড়ি গ্রামের পাশেই লুকিয়ে এমন এক নদীখাত খুঁজে পেয়েছিলেন স্থানীয় বাসিন্দা ফ্রান্সিস রাই। পাহাড়, জঙ্গল, নদী—সব মিলিয়ে লুকোনো রত্ন ইয়েলবং। ২ কিলোমিটার দীর্ঘ জায়গা জুড়ে অবস্থিত নদীখাতটি।

দু’ ধারে বড়ো বড়ো পাথর, তার মাঝ বরাবর বয়ে গিয়েছে পাহাড়ি নদী রমতি। নদীর ধারেই রয়েছে ঘন জঙ্গল। নদীখাত জুড়ে রয়েছে ছোটো ছোটো নুড়ি-পাথর। আর তার দু’ পাশে ঘেরা উচুঁ সবুজ উপত্যকা। নদীখাতের সঙ্গে এখানে একটি গুহাও রয়েছে। নদীর উপর পাথুরে রাস্তা পেরিয়ে গেলেই দেখতে পাবেন জলপ্রপাত। প্রকৃতির এমন দান পশ্চিমবঙ্গের আর কোথাও পাবেন না।

কালিম্পংয়ের অন্যান্য পাহাড়ি গ্রামের মতো সুন্দর এই ইয়েলবং। নিউ মাল জংশন বা শিলিগুড়ি থেকে আপনাকে যেতে হবে বাগরাকোট ফরেস্ট চেকপোস্ট। এই ফরেস্ট চেকপোস্ট থেকে সরাসরি পৌঁছে যেতে পারেন ইয়েলবং গ্রাম। সাধারণত পাহাড়ি গ্রামে বৌদ্ধমঠ থাকে। কিন্তু এই গ্রামে রয়েছে একটি গির্জা।

ইয়েলবং গ্রাম থেকেই ট্রেক করে পৌঁছোতে হয় ইয়েলবং রিভার ক্যানিয়ন কেভে। ইয়েলবং গ্রাম থেকে ৪-৫ ঘণ্টা ট্রেক করলে আপনি পৌঁছে যাবেন রমতি নদী। ক্যানিয়নের রাস্তা খুব একটা মসৃণ নয়। রাস্তার ধারে-ধারে পাওয়া যায় কয়লা। রমতি নদীর পাড় ধরে পাথুরে রাস্তা ধরে পৌঁছোতে হয় ক্যানিয়নে।

ক্যানিয়নে পৌঁছে মনে হবে না, যে আপনি কালিম্পংয়ের বুকে দাঁড়িয়ে আছেন। ক্যানিয়নের মধ্যে সাবধানে হাঁটতে হবে। ক্যানিয়নের মধ্যে বেশ কিছু জায়গায় কোমর পর্যন্ত জল রয়েছে। আবার কোথাও গলা পর্যন্ত জলও মিলতে পারে। তাই বর্ষাকালে এই ট্রেক এড়িয়ে যাওয়াই ভালো। আর ট্রেক করতে হলে গ্রাম থেকে গাইড নিতে হবে।

ক্যানিয়ন ছাড়াও আপনি ইয়েলবং থেকে রেনবো জলপ্রপাত ও থ্রি-স্টেপ জলপ্রপাত ঘুরে আসতে পারেন। রেনবো জলপ্রপাতে দেখতে পেতে পারেন রামধনু। রেনবো জলপ্রপাত দেখতে গেলে আপনাকে হেঁটেই যেতে হবে। যাঁরা অ্যাডভেঞ্চারের খোঁজে থাকেন, তাঁদের জন্য সেরা ডেস্টিনেশন এই ইয়েলবং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *