চারধাম বন্ধ হওয়ার দিন ঘোষিত
দেহরাদুন: চারধামের মন্দিরগুলো বন্ধ হওয়ার দিন ঘোষণা করে দিল সংশ্লিষ্ট মন্দির কর্তৃপক্ষ। শীতের জন্য ছয় মাস চারধামের দরজা বন্ধ থাকে। তখন পূজার্চনা হয় কম উচ্চতার জায়গায় অবস্থিত মন্দিরগুলোতে। জানা গিয়েছে, চারধামের মন্দিরগুলোর মধ্যে সব থেকে আগে বন্ধ হবে গঙ্গোত্রীর মন্দির।২৬ অক্টোবর দুপুর ১২:০১-এ কপাট বন্ধ হবে এই মন্দিরের। কেদারনাথ এবং যমুনোত্রী মন্দির বন্ধ হবে ২৭ […]