নয়াদিল্লি: উৎসবের মরশুমে অতিরিক্ত যাত্রীর ভিড় সামাল দিতে এক গুচ্ছ বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। ছটপুজো পর্যন্ত ১৭৯ জোড়া বিশেষ ট্রেন চালানোর কথা ঘোষণা করা হয়েছে রেলের তরফে। এ কথা টুইট করে জানিয়েছে ভারতীয় রেল মন্ত্রক। যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে।
জানা গিয়েছে, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরের মধ্যে এই বিশেষ ট্রেনগুলি চালানো হবে। এর মধ্যে থাকছে দিল্লি-পটনা, দিল্লি-ভাগলপুর, দিল্লি-মুজফ্ফরপুর, দিল্লি-সহর্স।
রেলের এক কর্তা জানিয়েছেন, গোটা দেশের যে প্রান্তে উৎসব, সেখানকার মানুষের কথা মাথায় রেখে পরিষেবা দিচ্ছে রেল। শারদোৎসবের আগে থেকেই যে পরিষেবা চালু হয়েছে পশ্চিমবঙ্গে। বর্তমানে দীপাবলি, ছটপুজো উপলক্ষ্যে ট্রেনগুলির কথা ঘোষণা করা হয়েছে। ডিসেম্বর পর্যন্ত বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে রেলের।
উৎসবের আবহে রেলস্টেশনগুলিতে অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে অতিরিক্ত রেলপুলিশ মোতায়েন করা হবে। যাত্রীদের জন্য স্টেশনগুলিতে থাকবে সহায়তা কেন্দ্র।
আরও পড়তে পারেন