ভ্রমণ অনলাইনডেস্ক: দেশের বিভিন্ন প্রান্তে পরিষেবা দেয় ভারতীয় রেল। দৈনন্দিক পরিষেবার পাশাপাশি পর্যটকদের জন্যও বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয় রেলের তরফে। বিভিন্ন ধর্মীয় ও ঐতিহাসিক স্থানে ভ্রমণের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করে আইআরসিটিসি। আগামী ৭ এপ্রিল এমনই এক যাত্রা শুরু করতে চলেছে রেল।
রামায়ণযাত্রার অধীনে ১৮ দিনের ভ্রমণের প্যাকেজ এনেছে আইআরসিটিসি। বাতানুকুল ট্রেনে করে হবে এই ভ্রমণ। দিল্লি থেকে যাত্রা শুরু হয়ে অযোধ্যা, প্রয়াগরাজ, বারাণসী ঘুরবে ওই ট্রেন। সেই সঙ্গে আরও কয়েকটি ঐতিহাসিক ও ধর্মীয় স্থানও ঘুরিয়ে দেখাবে ভারতীয় রেল।
রাম-জন্মস্থান ও রামায়ণের সঙ্গে জড়িত ঐতিহাসিক জায়গাগুলি ঘুরিয়ে দেখানোর জন্য রামায়ণযাত্রা শুরু করছে ভারতীয় রেল। মোট ১২০টি আসন রয়েছে এই যাত্রার জন্য। ৭ এপ্রিল থেকে শুরু হবে যাত্রা। মোট ১৮ দিনের যাত্রা। বিভিন্ন রকমের কোচে যাওয়ার জন্য বিভিন্ন টাকা খরচ করতে হবে যাত্রীদের।
কোন কোন জায়গা ঘোরা যাবে রামায়ণযাত্রায়?
অযোধ্যা– রাম-জন্মভূমি, হনুমানগড়ী, সরযূঘাট
নন্দীগ্রাম– হনুমান মন্দির, ভারত কুণ্ড
বারাণসী– তুলসীমানস মন্দির, সঙ্কটমোচন মন্দির, বিশ্বনাথ মন্দির, গঙ্গারতি
প্রয়াগরাজ — ভরদ্বাজ আশ্রম, গঙ্গা-যমুনা সঙ্গম, হনুমান মন্দির
জনকপুর– রাম জানকী মন্দির
সীতামাঢ়ি– জানকী মন্দির, পুনারুয়া ধাম
বক্সার– রামরেখা ঘাট, রামেশ্বর নাথ মন্দির
চিত্রকূট– গুপ্ত গোদাবরী, রামঘাট, সতী অনুসূয়া মন্দির
নাসিক– ত্রম্বোকেশ্বর মন্দির, পঞ্চবটী, সতীগুহা, কালারাম মন্দির।
এর পাশাপাশি হাম্পি, অর্থাৎ সে কালের কিষ্কিন্ধা, রামেশ্বরম ও নাগপুরের বিভিন্ন মন্দিরও ঘুরিয়ে দেখানো হবে এই যাত্রায়।