শ্রীনগরের টিউলিপ বাগান খুলে গেল, রেকর্ড সংখ্যক পর্যটকের আগমনের আশায় কাশ্মীর

ভ্রমণ অনলাইনডেস্ক: বাগানের মধ্যে থাকা বেগুনি, লাল, সাদা টিউলিপ ফুল আপনাকে স্বাগত জানাতে তৈরি। এশিয়ার বৃহত্তম টিউলিপ ‘বাগান ইন্দিরা গান্ধী টিউলিপ গার্ডেন’ পর্যটকদের জন্য খুলে গেল রবিবার।

শ্রীনগরের জাবারবান পর্বত ও ডাল লেক লাগোয়া এই বাগানটি পর্যটকদের জন্য খুলে দেন জম্মু-কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের উপরাজ্যপাল মনোজ সিন্‌হা। এই বাগানে ৬৮টি প্রজাতির ১৫ লক্ষ টিউলিপ ফুল রয়েছে বলে জানান বাগানের ইনচার্জ ইনাম উল রহমান।

বাগানটি সিরাজবাগ নামেও পরিচিত। ড্যাফোডিল-সহ বসন্তের অন্য ফুলের সমাহারও দেখা যায়। প্রতি বছর এই বাগানকে বাড়ানো হয়। নতুন প্রজাতি থাকে সেখানে। এ বছর ফাউন্টেন চ্যানেল করা হয়েছে নতুন। জাবারবান পর্বতের নীচে এই বাগান অনন্য পরিবেশে গড়া।

এই বাগানের সুপারভাইজার মুস্তাক আহমেদ মীর বলেন,  গত বছর ২ লাখ পর্যটক এই বাগানের এসেছিলেন। তবে এ বছর সংখ্যাটা আরও বাড়ার ব্যাপারে তিনি আশাবাদী। ইতিমধ্যেই এ বছর জানুয়ারি এবং ফেব্রুয়ারি মিলিয়ে কাশ্মীরে ৪ লক্ষ ৭০ হাজার পর্যটকের পা পড়েছে, যা সর্বকালীন রেকর্ড।

রবিবার টিউলিপ বাগানে এসে সাংবাদিকদের উপরাজ্যপাল বলেন, “আনন্দের সঙ্গে জানাচ্ছি যে পাটনিটপে আমরা দ্বিতীয় টিউলিপ বাগানও চালু করার চেষ্টা করছি। চেষ্টা হবে যাতে দুটি বাগানই সারা বছর খুলে রাখা যায়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *