বন্দে ভারত-সহ সব ট্রেনের এসি চেয়ারকার এবং এগজিকিউটিভ ক্লাসে ভাড়া কমানোর সিদ্ধান্ত

ভ্রমণ অনলাইনডেস্ক: ট্রেনের ভাড়া এখন অনেক ক্ষেত্রেই সাধারণ মানুষের নাভিশ্বাসের কারণ হয়ে উঠছে। এক দিকে ক্রমশ কমছে সাধারণ নন-এসি কামরার সংখ্যা, অন্য দিকে বিলাসবহুল এসি কামরার ভাড়া কার্যত নাগালের বাইরে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে কিছুটা রেহাই দেওয়ার মতো কথা শোনাল ভারতীয় রেল।

বন্দে ভারত-সহ ভারতের সমস্ত এগ্‌জিকিউটিভ ক্লাস ট্রেন, বিলাসবহুল ভিস্টাডোম এবং শীতাতপ নিয়ন্ত্রিত চেয়ারকার ট্রেনের ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত কমতে পারে ভাড়া। ওই ট্রেনগুলির কত টিকিট বিক্রি হচ্ছে, তার উপর নির্ভর করে এই ভাড়া কমানো হবে।

সম্প্রতি ভারতীয় রেলের তরফে এই ঘোষণা করা হয়েছে। গত এক মাসে যে রেলগুলির মোট আসন সংখ্যার ৫০ শতাংশের বেশি টিকিট বিক্রি হয়নি, সেই ট্রেনগুলিতে নতুন ভাড়া অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে কোন ট্রেনে কত ভাড়া কমানো হবে, সেই সিদ্ধান্ত বিভিন্ন জোনের কর্মকর্তাদের উপরেই ছেড়েছে রেল বোর্ড।

রেলওয়ে বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে, ‘‘এসি চেয়ারকার, অনুভূতি এবং ভিস্টাডোম কোচ-সহ সমস্ত এগ্‌জিকিউটিভ ক্লাস ট্রেনে এই ভাড়া প্রযোজ্য হবে। সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত মূল ভা়ড়া কমানো হতে পারে। তবে রিজার্ভেশন চার্জ, জিএসটি-সহ বাকি পরিষেবা মূল্য আলাদা করে নেওয়া হবে।’’

অন্যান্য পরিবহণ ব্যবস্থার ভাড়ার সঙ্গে তুলনা করার পর এই ছাড় দেওয়া হবে বলেও রেলের তরফে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *