২৫ জানুয়ারি থেকে শ্রীজগন্নাথ যাত্রা পর্যটন ট্রেন চালু করবে ভারতীয় রেল

ভ্রমণ অনলাইনডেস্ক: আগামী ২৫ জানুয়ারি পথে নামবে শ্রীজগন্নাথ যাত্রা পর্যটন ট্রেন। রেলের ‘ভারত গৌরব’ প্রকল্পের আওতায় এই ট্রেনযাত্রা শুরু হচ্ছে। পুরীর পাশাপাশি উত্তরপ্রদেশ, বিহার এবং ঝাড়খণ্ডের বিভিন্ন ধর্মীয় স্থানের ভ্রমণ করানো হবে এই ট্রেনযাত্রার মধ্যে দিয়ে।

জানা গিয়েছে, এই ট্রেনের যাত্রা শুরু হবে দিল্লি থেকে। ট্রেনের যাত্রাপথটি এমন ভাবে সাজানো হবে যাতে ওড়িশার পুরীর জগন্নাথ মন্দির, ঝাড়খণ্ডের দেওঘরে অবস্থিত বৈদ্যনাথ মন্দির, গয়া এবং বারাণসী দর্শন করানো যায় ভ্রমণার্থীদের। ২৫ জানুয়ারি প্রথম সূচনা হবে এই যাত্রার, দিল্লি ফিরে আসবে ১ ফেব্রুয়ারি।

৭ রাত ৮ দিনের এই ট্রেন যাত্রার প্যাকেজ খরচা শুরু হবে জনপ্রতি ১৭ হাজার ৬৬৫ টাকা থেকে। প্রথমে এই ট্রেন থামবে বারাণসী। সেখানকার দ্রষ্টব্য স্থানগুলি দেখিয়ে তার পরের গন্তব্য হবে বৈদ্যনাথ মন্দির। সেখান থেকে ট্রেনটি সোজা চলে আসবে পুরী। পুরীতে দর্শনার্থীদের জন্য হোটেলের ব্যবস্থা করা হবে, যেখানে ২ রাত কাটাতে পারবেন তাঁরা। পুরী থেকে দিল্লি ফেরার পথে ট্রেনটির শেষ গন্তব্য হবে গয়া।

গয়া থেকে দিল্লি ফিরে যাবে এই ট্রেন। এই ট্রেন যাত্রা করতে চাইলে আইআরসিটিসির ওয়েবসাইট থেকে অনলাইনে বুক করে নিতে পারবেন ইচ্ছুক মানুষরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *