ভ্রমণ অনলাইনডেস্ক: ঐতিহাসিক এক মন্দির দর্শনের জন্য তিক্ততা ভুলে সৌহার্দ্যের নজির তৈরি করল পাকিস্তান এবং ভারত। ওয়াঘার ও পারে অবস্থিত কটাস রাজ মন্দিরে যাওয়ার জন্য ভারতীয় হিন্দু এবং শিখ দর্শনার্থীদের জন্য ভিসা মঞ্জুর করল পাকিস্তান।
দ্বিপাক্ষিক সমঝোতা মেনে ৯৬ জনের ভিসা মঞ্জুর করা হয়েছে। পাক বিদেশ মন্ত্রকের তরফে সোমবার জানানো হয়েছে, ২০ থেকে ২৫ ডিসেম্বরের মধ্যে পঞ্জাব প্রদেশের কটাস রাজ মন্দির দর্শনের অনুমতি দেওয়া হয়েছে ওই তীর্থযাত্রীদের।
চাকওয়াল জেলায় কটাস রাজ শিবমন্দির হিন্দু এবং শিখদের পবিত্র তীর্থক্ষেত্র। পঞ্জাবের রাজধানী লাহৌর থেকে প্রায় ২৭০ কিলোমিটার দূরে অবস্থিত এই শিবমন্দির অন্তত হাজার বছর আগে তৈরি হয়েছিল বলে ইতিহাসবিদদের একাংশের মত।

ধর্মীয় কারণের পাশাপাশি ঐতিহাসিক কারণেও কটাস রাজ গুরুত্বপূর্ণ। প্রাচীন যুগের স্থাপত্যের নিদর্শন রয়েছে সেখানে। মন্দিরের গায়েই রয়েছে বৌদ্ধ স্তূপ এবং শিখ ধর্মস্থান। শিবমন্দিরের সঙ্গে একটি সরোবর রয়েছে। সরোবরটির অগভীর অংশের জল সবুজাভ, গভীর অংশের জল নীলাভ। ভক্তদের বিশ্বাস, সরোবরটি ভগবান শিবের চোখের জলে পূর্ণ।
১৯৪৭ সালে দেশভাগের পর পাকিস্তান মন্দিরটি বন্ধ করে দেয়। পরে অবশ্য মন্দিরটি ফের খুলে দেওয়া হয়। দুই দেশের সম্পর্ক যখন খুব তিক্ত হয়ে ওঠে, সেই সময়টা বাদ দিলে এই মন্দির দর্শনের জন্য ভারতীয়দের ভিসা মঞ্জুর করে পাকিস্তান। উল্লেখ্য, ২০১৯ সালে শিখ তীর্থযাত্রীদের জন্য ঐতিহাসিক কর্তারপুর সাহিবও খুলে দিয়েছে পাক সরকার।