কাশ্মীরে শুরু হল শীতলতম মরশুম ‘চিলা ই কালান’

ভ্রমণ অনলাইনডেস্ক: কড়া ঠান্ডায় কাঁপছে কাশ্মীর উপত্যকা। সেই কারণেই ভূস্বর্গে শুরু হয়ে গেল শীতলতম মরশুম ৷ যা ‘চিলা-ই-কালান’ নামে পরিচিত ৷ বুধবার পহেলগাম-সহ অনেক জায়গায় হিমাঙ্কের অনেক নীচে নেমে যায় তাপমাত্রার পারদ ৷ আধিকারিকদের মতে, সর্বনিম্ন রাতের তাপমাত্রা মাইনাস ৬.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।

কাশ্মীরের বেশ কয়েকটি জায়গা এখনও পর্যন্ত মরশুমের শীতলতম রাতের সাক্ষী হয়েছে । ডাল লেক-সহ বিভিন্ন জলাশয়ের প্রান্তগুলি বরফে পরিণত হয়েছে বলে জানিয়েছেন আধিকারিকরা ৷ শ্রীনগরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৪.২ ডিগ্রি সেলসিয়াস ৷

উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার গুলমার্গের বিখ্যাত স্কি রিসর্টে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৪.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে । উত্তর কাশ্মীরের কুপওয়ারার সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৪.৪ ডিগ্রি সেলসিয়াস। তবে তুষারপাত অনেক দিন না হলেও বড়োদিনের আশপাশে কাশ্মীরের কিছু অংশে বৃষ্টি বা হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস রয়েছে ৷

কাশ্মীরে এই ‘চিলা-ই-কালান’ চলে চল্লিশ দিন ৷ অর্থাৎ সেটাই সেখানকার সব চেয়ে শীতল মরশুম ৷ এই সময়ের মধ্যে তুষারপাতের সর্বাধিক সম্ভাবনা থাকে এবং বেশির ভাগ এলাকায়, বিশেষ করে উচ্চতর অঞ্চলগুলিতে ভারী তুষারপাতের সাক্ষী থাকে জম্মু ও কাশ্মীর ৷ ‘চিলা-ই-কালান’ শেষ হয় ৩০ জানুয়ারি ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *