তৈরি নতুন রাস্তা, লেহ বাদ দিয়েই মানালি থেকে পৌঁছে যাওয়া যাবে কার্গিল

ভ্রমণ অনলাইন ডেস্ক : জাঁসকার অঞ্চলের ওপর দিয়ে গাড়ি চলাচলের নতুন রাস্তা তৈরি হওয়ার ফলে মানালি থেকে কার্গিল পৌঁছে যাওয়া যাবে লেহকে বাদ দিয়েই। নতুন এই রাস্তা দিয়ে গেলে নতুন একটি জায়গা উপভোগ করার সুযোগও থাকছে আপনার কাছে।

হিমাচলের লাহুল স্পিতির দারচা থেকে কাশ্মীরের জাঁসকারের পাদুম পর্যন্ত একটি ট্রেক রুট ছিল। ১৬,৬০০ ফুট ওপরের শিঙ্কু লা পাসের ওপর দিয়ে এই ট্রেক রুটটিকে চওড়া করে গাড়ি চলাচলের যোগ্য করে তুলেছে বর্ডার রোডস অর্গানাইজেশন (বিআরও)।

কেলং থেকে দারচা ৩২ কিলোমিটার। দারচা থেকে পাদুম ১৪৮ কিলোমিটার। অন্য দিকে পাদুম থেকে ২৩০ কিলোমিটার দূরে কার্গিলের সরু রাস্তাটি দিয়ে গাড়ি চলাচল আগে থেকেই করে। এখন দারচা থেকে পাদুম গাড়ি চলাচলের যোগ্য হয়ে ওঠায় দারচা থেকে পাদুম হয়ে সরাসরি পৌঁছে যাওয়া যাবে কার্গিল।

এই মুহূর্তে দারচা থেকে পাদুম পর্যন্ত রাস্তাটির অবস্থা এখনও ভালো নয়। তবে কয়েক মাসের মধ্যেই সেটি পুরোপুরি ঠিকঠাক করে দেওয়া যাবে বলে জানিয়েছেন সেনার আধিকারিকরা। পাশাপাশি শিঙ্কু লা পাসের নীচে দিয়ে একটি টানেল তৈরিরও চেষ্টা হচ্ছে যাতে সারা বছরই এই রাস্তায় গাড়ি চলাচল করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *