আজ সন্ধ্যা থেকে বৃষ্টির সম্ভাবনা, তবুও ঠাকুর দেখা হোক চুটিয়ে

কলকাতা: পুজোয় বৃষ্টি ভালো না রোদ, এই বিতর্ক এখন তুঙ্গে। চূড়ান্ত অস্বস্তিকর পরিবেশে ঠাকুর দেখতে হচ্ছে এখন দর্শনার্থীদের। ঘর্মাক্ত পরিবেশ, পাল্লা দিয়ে বাড়ছে পারদ। এই পরিস্থিতি অনেকেই চাইছেন একটু বৃষ্টি হোক।

সবাইকে অবগত করার জন্য জানানো হচ্ছে যে আজ, অর্থাৎ ষষ্ঠীর সন্ধ্যা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই। এর ফলে পরিস্থিতি অনেকটাই সহনীয় হয়ে উঠবে। তবে বৃষ্টি কিছুটা হলেও আনন্দে ব্যাঘাত ঘটাতে পারবে না। পুজোর সব ক’টা দিনই বৃষ্টি হবে। তবে বৃষ্টির কারণে পুজোর আনন্দ পুরোপুরি মাটি হয়ে যাবে, এই আশংকা এখনও পর্যন্ত নেই।

উল্লেখ্য, শনিবার উত্তরপূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। ওই ঘূর্ণাবর্তটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগোবে, কিছু শক্তিও বাড়াবে। তার পর সেটি ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলের গা ঘেঁষে স্থলভাগে প্রবেশ করবে। এর প্রভাবে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ জুড়ে। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাই বেশি। তবে সপ্তমী থেকে নবমী পর্যন্ত দক্ষিণ ২৪ পরগণা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ার দক্ষিণাংশে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টিও হতে পারে।

কলকাতায় মূলত মাঝারি বৃষ্টি হবে। তবে কখনও কখনও খুব অল্প সময়ের জন্য ভারী বৃষ্টি হতে পারে। এর প্রভাবে এই তীব্র গরম থেকে রেহাই মিলবে। সপ্তমী থেকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯-৩০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে। ফলে বৃষ্টি যতই হোক না কেন, মনোরম আবহাওয়াকে সঙ্গে নিয়ে ঠাকুর দেখা হোক চুটিয়ে।

আরও পড়তে পারেন

কলকাতায় ঠাকুর দেখা: ‘তোরমা’ গড়ে মায়ের কাছে প্রার্থনা ‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’

কলকাতায় ঠাকুর দেখা: আঁকা ছবিতে ফুটেছে পাহাড় থেকে সমুদ্র, একুশ পল্লীর উদ্ভাবনী থিম

কলকাতায় ঠাকুর দেখা: চলুন বেহালা থেকে বেলেঘাটা

কলকাতায় ঠাকুর দেখা: ঢাকুরিয়ার শহিদনগর সর্বজনীনের পুজোয় সম্মানিত হচ্ছেন অনামা শিল্পীরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *