কলকাতায় ঠাকুর দেখা: ‘তোরমা’ গড়ে মায়ের কাছে প্রার্থনা ‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’

Telengabagan

তেলেঙ্গাবাগানের পুজো মানেই একটা অন্য কিছু। দর্শনার্থীদের প্রত্যাশা থাকে একটা নতুন কিছু দেখার। দর্শনার্থীদের বিমুখ করছে না তেলেঙ্গাবাগান। এ বারেও পুজোর থিমে চমক দিল তারা।

তেলেঙ্গাবাগানের পুজো এ বার ৫৭ বছরে পড়ল। এ বছর তাদের থিম বৌদ্ধদের ‘তোরমা’। বিষয়-ভাবনা ও রূপায়ণে মানস রায়। এই ‘তোরমা’র আদলেই এ বছর তেলেঙ্গাবাগানের দুর্গামণ্ডপ তৈরি হয়েছে।

‘তোরমা’ কী? শিল্পী মানস রায় তার ব্যাখ্যা দিয়েছেন। ‘তোরমা’ হল বৌদ্ধদের পুজোর নৈবেদ্য। খাবারের নৈবেদ্য। বার্লি আর ইয়াক-মাখন দিয়ে এই নৈবেদ্য তৈরি করা হয়। বৌদ্ধ চিত্রের সিলুয়েট বা মেরু পর্বতের আকৃতি অনুকরণ করে পাথরের স্তূপ তৈরির ঐতিহ্য থেকে ‘তোরমা’র আকৃতিটি এসেছে। ‘তোরমা’কে দেবতাদের বাসস্থান হিসাবেও গণ্য করা হয়। এমনই এক বৌদ্ধিক ধর্মীয় উপাচার ‘তোরমা’, যার আদলে তৈরি হয়েছে তেলেঙ্গাবাগানের মণ্ডপ। বিভিন্ন আকারের ‘তোরমা’ দিয়ে সেজে উঠেছে মণ্ডপ।

মানসবাবু জানান, এই ভাবনার মধ্য দিয়ে একটা বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা হয়েছে। মা যেন সকলের ঘরে নৈবেদ্য রূপে বিরাজ করেন এবং সকলের খাদ্যভাণ্ডার পূর্ণ থাকে। তোরমা-ভাবনার মাধ্যমে মায়ের কাছে প্রার্থনা করা হচ্ছে, ‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’।

এ বার তেলেঙ্গাবাগানের প্রতিমা তৈরি করছেন প্রদীপ রুদ্র পাল। আবহে আছেন বাংলা ব্যান্ড ক্যাকটাসের সিধু। আলো করছেন দেবাশিস দাস।

কোথায় মণ্ডপ

উত্তর কলকাতার অন্যতম জনপ্রিয় দুর্গোৎসব তেলেঙ্গাবাগান সার্বজনীন। ইএম বাইপাস বা ভিআইপি রোডের দিক থেকে গেলে বিধাননগর রোড স্টেশন পেরিয়ে একটু এগোলেই ডান দিকে তেলেঙ্গাবাগান। আর খান্না থেকে উলটোডাঙার দিকে যেতে অরবিন্দ সেতু থেকে নেমে বাঁ দিকে তৃতীয় পূজামণ্ডপটি তেলেঙ্গাবাগানের।

আরও পড়তে পারেন

কলকাতায় ঠাকুর দেখা: আঁকা ছবিতে ফুটেছে পাহাড় থেকে সমুদ্র, একুশ পল্লীর উদ্ভাবনী থিম

কলকাতায় ঠাকুর দেখা: চলুন বেহালা থেকে বেলেঘাটা

কলকাতায় ঠাকুর দেখা: ঢাকুরিয়ার শহিদনগর সর্বজনীনের পুজোয় সম্মানিত হচ্ছেন অনামা শিল্পীরা

কলকাতায় ঠাকুর দেখা: বাবুবাগানে দেখুন ‘ইন্ডিয়ান কয়েন পার্ক’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *