চেরি ব্লসম উৎসবের জন্য সেজে উঠছে শিলং

ভ্রমণ অনলাইনডেস্ক: অনেকেই বলেন যে শীতে মেঘালয় না গিয়ে বরং বর্ষায় যাওয়া ভালো। বৃষ্টিটা সেখানে স্পেশাল। কিন্তু সত্যি কথা বলতে কী, শীতের মেঘালয়ে রয়েছে এক বড়ো চমক। একমাত্র শীতেই শিলং সেজে ওঠে গোলাপি আভায়। কারণ তখনই এই পাহাড়ি শহরে অনুষ্ঠিত হয় চেরি ব্লসম উৎসব।

শিলংয়ের চেরি ব্লসম উৎসব খুব জনপ্রিয়। করোনা অতিমারির কারণে ২০২০ সালে এই উৎসব হয়নি। গত বছর ২০২১-এ অনুষ্ঠিত হলেও তা খুব ম্রিয়মাণ ভাবে আয়োজন করা হয়। তাই প্রশাসনের আশা, এ বছর পর্যটকদের ঢল নামবে শিলংয়ে।

আগামী ২৩ নভেম্বর থেকে শুরু হবে এই উৎসব। চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। এই উৎসব শুরুর আগে ২১-২৩ নভেম্বর পর্যন্ত শিলংয়ে চলবে সাহিত্য উৎসব। এই সময়টায় এমনিতেই শিলংকে অন্য রকম লাগে। গাছে গাছে চেরি ব্লসম ফুল ধরে। বেগুনি ও গোলাপি আভায় ঢেকে যায় সারা শহর।

পূর্ব ও পশ্চিম খাসি পাহাড়ে চেরি ব্লসম ফুল দেখা যায়। যদিও মেঘালয়ে চেরি ব্লসম ‘প্রুনাস সেরাসোইডস’ নামে পরিচিত। নভেম্বর ও ডিসেম্বরে মেঘালয় বেড়াতে গেলে সহজেই দেখা পাওয়া যায় চেরি ব্লসমের। স্থানীয়রা মনে করেন, এই চেরি ব্লসম হল হিমালয়ের উপহার। আর এই উপহারকেই উদযাপন করতে প্রতি বছর পালিত হয় চেরি ব্লসম উৎসব।

এ বছর শিলংয়ের চেরি ব্লসম উৎসব অনুষ্ঠিত হচ্ছে পোলো গ্রাউন্ডে। যদিও এ শহরের সর্বত্রই আপনি এই গোলাপি ফুলের দেখা পাবেন। স্থানীয় খাবার, স্থানীয় ওয়াইন, গান, সংস্কৃতিক অনুষ্ঠান সব কিছু নিয়ে জমজমাট ভাবে উদযাপিত হয় চেরি ব্লসম উৎসব।

আরও পড়তে পারেন

চলুন মুমতাজের বুরহানপুরে, ভারতীয় স্থাপত্যের লুকিয়ে থাকা মুক্ত

বাঁকুড়ায় নতুন ট্রেক রুটের সন্ধানে অভিযান চালালেন ১৬ জন অভিযাত্রী

১২ নভেম্বর থেকে দ্বিতীয় ঘুম উইন্টার ফেস্টিভ্যাল, এ বার রাতেও চলবে টয়ট্রেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *