অসম-মেঘালয় সীমান্ত সংঘর্ষের জের, শিলংয়ে হল না চেরি ব্লসম উৎসব

ভ্রমণ অনলাইনডেস্ক: গত ২২ নভেম্বর রক্তক্ষয়ী সংঘর্ষ হয় অসম-মেঘালয় সীমান্তে। এর জেরে মেঘালয়ের কয়েক জন নাগরিক নিহত হন। এই পরিস্থিতিতে এ বারও চেরি ব্লসম উৎসব হল না শিলংয়ে। রাজ্যবাসীর মন খারাপ, সেই কারণেই এই উৎসব বাতিল করার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী কনরাড সাংমা।

শিলংয়ের চেরি ব্লসম উৎসব খুব জনপ্রিয়। করোনা অতিমারির কারণে ২০২০ সালে এই উৎসব হয়নি। গত বছর ২০২১-এ অনুষ্ঠিত হলেও তা খুব ম্রিয়মাণ ভাবে আয়োজন করা হয়। প্রশাসনের আশা ছিল, এ বছর পর্যটকদের ঢল নামবে শিলংয়ে। কিন্তু উৎসব বাতিল করে দেওয়ার কারণে সেটা হল না।

২৩ নভেম্বর থেকে শুরু হওয়া এই উৎসব চলার কথা ছিল হল ২৬ নভেম্বর পর্যন্ত। তার আগে ছিল সাহিত্য উৎসব। সেটা শুরু হলেও মাঝপথে বাতিল করে দিতে হয়।

শীতের শুরুতে এমনিতেই শিলংকে অন্য রকম লাগে। গাছে গাছে চেরি ব্লসম ফুল ধরে। বেগুনি ও গোলাপি আভায় ঢেকে যায় সারা শহর। সেই কারণেই এই উৎসবের আয়োজন করা হয়। কিন্তু এ বারের ভয়ঙ্কর পরিস্থিতির জন্য উৎসব বাতিল হয়ে গেল।

আরও পড়তে পারেন

২৯ নভেম্বর শুরু হচ্ছে রাজগির মহোৎসব, প্রস্তুতি তুঙ্গে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *