৭৫ বছরে সর্বোচ্চ পর্যটক আগমন রেকর্ড করল জম্মু-কাশ্মীর

ভ্রমণ অনলাইনডেস্ক: ৭৫ বছরের ইতিহাসে সর্বোচ্চ পর্যটক-আগমন রেকর্ড করল জম্মু-কাশ্মীর। জানা গিয়েছে, এখনও পর্যন্ত এই বছরে ১ কোটি ৬২ লক্ষ পর্যটকের পা পড়েছে এই কেন্দ্রশাসিত অঞ্চলে।

এ বছর মার্চ থেকেই পর্যটকদের আগমন উল্লেখযোগ্য ভাবে বেড়ে গিয়েছিল কাশ্মীরে। এপ্রিলে মোট ১০২টা উড়ান ওঠা-নামা করেছে শ্রীনগর বিমানবন্দরে। ওই মাসে দিনপ্রতি গড়ে প্রায় ১৬ হাজার মানুষের আগমন হত কাশ্মীরে। এর মধ্যে প্রচুর সংখ্যক পর্যটকও থাকত।

শ্রীনগরের টিউলিপ গার্ডেনে এ বছর রেকর্ডসংখ্যক পর্যটক ভিড় জমিয়েছেন। স্থানীয় প্রশাসনের তরফে টিউলিপ গার্ডেনের খুব সুন্দর রক্ষণাবেক্ষণ করা হয়েছে। অন্য দিকে, গান্ডেরবালের মনসবাল হ্রদে এ বার অন্য বছরের তুলনায় অনেক বেশি পর্যটক গিয়েছেন।

বছরের বাকি সময়টাতেও পর্যটকদের টানতে আরও অনেক উদ্যোগ নেওয়া হয়েছে। নভেম্বরে জাফরান এবং হাউজবোট উৎসব পালন করা হবে উপত্যকায়। পাশাপাশি, দীর্ঘ ৭০ বছর পর এ বারই উপত্যকার শীতকালীন কেন্দ্রগুলোও পর্যটকদের জন্য খুলে রাখার বন্দোবস্ত করা হয়েছে।

আরও পড়তে পারেন

চলুন ঘুরে আসি রাজস্থান ১: আগ্রা-ভরতপুর-দৌসা-জয়পুর-সরিস্কা-অলওয়র

সোনায় মুড়ল কেদারনাথ মন্দিরের গর্ভগৃহ, সাজানো হল সাড়ে পাঁচশো পাতে

নভেম্বরে কাশ্মীরে জাফরান উৎসব, শিকারা উৎসব, প্রস্তুতি তুঙ্গে

বাগবাজারের নব বৃন্দাবন মন্দির ও মদনমোহন মন্দিরে অন্নকূট উৎসব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *