নভেম্বরে কাশ্মীরে জাফরান উৎসব, শিকারা উৎসব, প্রস্তুতি তুঙ্গে

ভ্রমণ অনলাইনডেস্ক: নভেম্বরে উৎসবে মেতে উঠবে কাশ্মীর- জাফরান উৎসব এবং শিকারা উৎসব। এই দুই উৎসবকে ঘিরে উপত্যকায় প্রস্তুতি এখন তুঙ্গে। পর্যটকদের সমাগম বাড়বে বলে আশা করছেন ভ্রমণ ব্যবসায়ীরা।

এই দুই উৎসবের মধ্যে দিয়েই কাশ্মীরের ঐতিহ্যকে তুলে ধরা হয়। জাফরান উৎসব তিন দিন ধরে চলে উপত্যকায়। বিশ্বের সব থেকে মূল্যবান মশলা জাফরান কী ভাবে চাষ করা হয়, এই উৎসবে সেটাই দেখানো হয় সাধারণ মানুষকে। শস্যখেত থেকে সরাসরি জাফরান কিনতেও পারবেন উৎসাহীরা।

অন্য দিকে,শিকারা উৎসবের মধ্যে দিয়ে কাশ্মীরের ঐতিহ্যশালী এই জলযানের ব্যাপারে সাধারণ মানুষ এবং পর্যটকদের অবগত করানো হবে। কাশ্মীরের পর্যটনের উন্নয়নে এই জলযানের কী ভূমিকা সেটা দেখানো হয় উৎসবের মধ্যে দিয়ে।

চলতি বছরে কাশ্মীরে রেকর্ড সংখ্যক পর্যটকের আগমন হয়েছে। কাশ্মীর প্রশাসনের আশা, এই দু’টি উৎসবের মধ্যে দিয়ে রাজ্যে পর্যটনের আরও জোয়ার লাগতে চলেছে।

আরও পড়ুন

সোনায় মুড়ল কেদারনাথ মন্দিরের গর্ভগৃহ, সাজানো হল সাড়ে পাঁচশো পাতে

বাংলাদেশের মধ্যে দিয়ে কলকাতা-জলপাইগুড়ি ট্রেন চালানোর ভাবনা রেলের

দক্ষিণ এশিয়ার প্রথম ‘ডিজনিল্যান্ড’? অর্থনীতি চাঙ্গা করার পরিকল্পনা শ্রীলঙ্কার

হৈমন্তীপার্বণ: পরিবেশ আর স্থান মাহাত্ম্যেই অনন্য ব্রহ্মশাসনের জগদ্ধাত্রীপুজো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *