দক্ষিণ এশিয়ার প্রথম ‘ডিজনিল্যান্ড’? অর্থনীতি চাঙ্গা করার পরিকল্পনা শ্রীলঙ্কার

ভ্রমণ অনলাইনডেস্ক: আর্থিক দুর্দশায় ধুঁকতে থাকা শ্রীলঙ্কাকে চাঙ্গা করার জন্য নতুন উদ্যোগ নিতে চলেছে সে দেশের সরকার। সূত্রের খবর, ‘ডিজনিল্যান্ড’-এর আদলে বিনোদন পার্ক খোলার পরিকল্পনা করছে তারা। হামবানতোতায় এই ডিজনিল্যান্ড তৈরি হতে পারে। যদি শ্রীলঙ্কায় এই ডিজনিল্য়ান্ড তৈরি হয়, তবে দক্ষিণ এশিয়ায় এটিই প্রথম ডিজনির বিনোদন পার্ক হতে চলেছে। এই ব্যাপারে ‘ডিজনিল্যান্ড’ কর্তৃপক্ষের সঙ্গেও কথাবার্তা চলছে শ্রীলঙ্কা সরকারের।

আর্থিক সংকটে ডুবে থাকা শ্রীলঙ্কার অবস্থা কিন্তু সব সময় এ রকম ছিল না। পর্যটনের উপরই নির্ভর করত এই দেশের অর্থনীতি। কিন্তু বিনা পরিকল্পনায় আর্থিক অনুদান ঘোষণা ও চিনের কাছে বিপুল পরিমাণ ঋণ নেওয়ার কারণেই চরম আর্থিক সংকটের মুখে পড়ে শ্রীলঙ্কা। ফুরিয়ে যায় দেশের অর্থ, খাদ্য় ভাণ্ডার।

এ বার শ্রীলঙ্কার সামনে আর্থিক দুর্দশা কাটিয়ে ওঠার বড়ো সুযোগ এল। জানা গিয়েছে, শ্রীলঙ্কা সরকারের সঙ্গে ডিজনিল্যান্ড কর্তৃপক্ষের আলোচনা শুরু হয়েছে। মালয়শিয়া ও কোরিয়ার বিনিয়োগে এই পার্ক তৈরি করা হবে। লিজের ভিত্তিতে ১৫০ কোটি একর জমির উপরে এই বিনোদন পার্ক তৈরি করা হবে।

শ্রীলঙ্কার পর্যটনমন্ত্রী ডায়না গামাজও সম্প্রতি জানিয়েছিলেন, শ্রীলঙ্কায় বিনোদন পার্ক খোলার জন্য ডিজনিল্য়ান্ডের সঙ্গে কথা চলছে।   যদি সত্যিই শ্রীলঙ্কায় ডিজনি তাদের বিনোদন পার্ক খোলে, তবে এটি বিপুল পরিমাণ দর্শক আকর্ষণ করবে। এর ফলে শ্রীলঙ্কার আর্থিক অবস্থারও উন্নতি হবে।

আরও পড়তে পারেন

হৈমন্তীপার্বণ: পরিবেশ আর স্থান মাহাত্ম্যেই অনন্য ব্রহ্মশাসনের জগদ্ধাত্রীপুজো

১ নভেম্বর থেকে তিন দিন ব্যাপী জাতীয় আদিবাসী নৃত্য উৎসব ছত্তীসগঢ়ে

তিন বছর পর ফের চালু হল মাথেরনের টয়ট্রেন পরিষেবা

পাখিকে কেন্দ্র করে পর্যটন বিকাশের ভাবনা পাহাড়-ডুয়ার্সে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *