কলকাতা: আজ মহালয়া। পিতৃপক্ষের অবসান হচ্ছে। রাত ৩:২৫-এ অমবস্যা শেষ হলেই শুরু হয়ে যাবে দেবীপক্ষ। পুজোর আবহ চারিদিকে। আকাশে বাতাসে পুজোর গন্ধ।
সমগ্র রাজ্যের গঙ্গার ঘাটগুলিতে চলছে পিতৃপুরুষদের উদ্দেশে তর্পণ। আগমনীর সুরে প্রাণের উৎসবের ঢাকের কাঠি। কলকাতা, হাওড়া-সহ রাজ্যের সব জেলায় নদীঘাটগুলিতে চলছে তর্পণ।
মহালয়ার দিন পিতৃপুরুষদের অন্ন এবং জল দান করতে বাবুঘাট-সহ কলকাতায় গঙ্গার ঘাটগুলিতে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ। আজ সকাল থেকেই প্রচুর মানুষের ভিড় রয়েছে। থিকথিক করছে ভিড়। করোনার জেরে গত দু’ বছর এই ছবি ছিল না। করোনার বিধি-নিষেধ মেনে সেই ভাবে নামতে দেওয়া হচ্ছিল না। বর্তমানে করোনা শিথিল। ফলত বাবুঘাটের সেই চেনা ছবি দেখা গেল। ভোরবেলা থেকেই প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন।
বাগবাজার ঘাটে রাতভর মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। কাতারে-কাতারে মানুষ আসায় পুলিশকর্মীদের এক কথায় নাজেহাল হতে হচ্ছে। তর্পণের উদ্দেশে যাঁরা আসছেন তাঁরা বলেছেন যে বিগত বছরগুলিতে এই পরিমাণ জমায়েত ছিল না।
হাওড়ার চাঁদমারির ঘাটের ছবিটাও এক। সেখানেও বেশ ভালোই ভিড়। বিগত দু’ বছরে করোনার প্রকোপ কাটিয়ে এ বারে অনেকেই এসেছেন পিতৃপুরুষদের উদ্দেশে তর্পণের জন্য। রয়েছে পুলিশি তৎপরতা। ঘাটে ফেলে দেওয়া হয়েছে দড়ি। চলছে নজরদারি।
আরও পড়তে পারেন
দুর্গাপার্বণ: সিঙ্গি গ্রামের ভট্টাচার্য বংশের ৩৫০ বছরেরও বেশি পুরোনো ‘মঠের বাড়ির দুর্গোৎসব’
দুর্গাপার্বণ: আজও ভিয়েন বসিয়ে হরেক রকম মিষ্টি তৈরি হয় চুঁচড়ার আঢ্যবাড়ির দুর্গাপুজোয়