কালীপুজো-দীপাবলি: চলুন দর্শন করে আসি রানি রাসমণি প্রতিষ্ঠিত, শ্রীরামকৃষ্ণ স্মৃতিধন্য ভবতারিণীকে
শুভদীপ রায় চৌধুরী কালীপুজো-দীপাবলি দোরগোড়ায়। চলুন ঘুরে আসি দক্ষিণেশ্বর থেকে। দর্শন করে আসি রানি রাসমণি প্রতিষ্ঠিত, ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ও মা সারদার স্মৃতিধন্য ভবতারিণীকে। ভবতারিণী মন্দিরের কথা বললে প্রথমেই মনে পড়ে যায় রানি রাসমণির কথা। রাসমণির জন্ম ১২০০ বঙ্গাব্দ তথা ১৭৯৩ খ্রিস্টাব্দে। জন্মেছিলেন হালিশহরে, বৈষ্ণব ধর্মাবলম্বী এক কৈবর্ত পরিবারে, পিতা হরেকৃষ্ণ দাস। হরেকৃষ্ণ দাসের […]