wbtdc tourist lodges

নতুন নামে রাজ্য পর্যটনের টুরিস্ট লজ

ভ্রমণঅনলাইনডেস্ক: পশ্চিমবঙ্গ পর্যটনের টুরিস্ট লজগুলির নাম বদল করা হয়েছে। বেশ কয়েক বছর ধরে এই লজগুলিতে সংস্কারের কাজ চলছে। নতুন রূপে তৈরি করা হচ্ছে তাদের। তারই একটা অঙ্গ হিসেবে এই নাম পরিবর্তন।

পুজোর ছুটিতে অনেকেই এই লজগুলিতে রাত্রিবাস করবেন। মাস চারেক আগেই তাঁরা সেগুলি বুক করে নিয়েছেন। কিন্তু তখন বুকিং হয়েছিল পুরোনো নামে। এখন নতুন নাম এসে যাওয়ায় কোনো সমস্যার সৃষ্টি যাতে না হয়, সেই জন্য নতুন নামগুলি আমরা দিয়ে দিলাম।

আরও পড়ুন: টাইগার হিল যেতে লাগছে প্রবেশমূল্য 

এক্কেবারে নাম বদল করা হয়নি ছ’টি লজের। সেগুলি হল, হলং, মূর্তি, লাটাগুড়ির বাটাবাড়ি রিসোর্ট, গজোলডোবা, কালীঘাট, কলকাতার উদয়াচল লজের। বাকি পরিবর্তিত নাম দেখে নিন।

উত্তরবঙ্গ

১) জলদাপাড়া টুরিস্ট লজ- পরিবর্তিত নাম অরণ্য ট্যুরিজম রিসোর্ট

২) মালবাজার টুরিস্ট লজ- পরিবর্তিত নাম বনলক্ষ্মী ট্যুরিজম প্রপার্টি

৩) দার্জিলিং টুরিস্ট লজ- পরিবর্তিত নাম মেঘবালিকা ট্যুরিজম প্রপার্টি

৪) কার্শিয়াং টুরিস্ট লজ- পরিবর্তিত নাম রৌদ্রছায়া ট্যুরিজম প্রপার্টি

৫) হিলটপ টুরিস্ট লজ, কালিম্পং- পরিবর্তিত নাম হিলটপ ট্যুরিজম প্রপার্টি

৬) মর্গ্যান হাউজ টুরিস্ট লজ, কালিম্পং- পরিবর্তিত নাম মর্গ্যান হাউজ ট্যুরিজম প্রপার্টি

৭) মর্গ্যান হাউজ অ্যানেক্স, কালিম্পং- পরিবর্তিত নাম তাশিডিং ট্যুরিজম প্রপার্টি

৮) মৈনাক টুরিস্ট লজ, শিলিগুড়ি- পরিবর্তিত নাম মৈনাক ট্যুরিজম প্রপার্টি

৯) তিস্তা পর্যটক আবাস, জলপাইগুড়ি- পরিবর্তিত নাম তিস্তা সুন্দরী ট্যুরিজম প্রপার্টি

১০) টিলাবাড়ি টুরিস্ট কমপ্লেক্স, লাটাগুড়ি- পরিবর্তিত নাম তিলোত্তমা ট্যুরিজম রিসোর্ট

১১) রায়গঞ্জ টুরিস্ট লজ- পরিবর্তিত নাম দিনান্তে ট্যুরিজম প্রপার্টি

১২) মালদা টুরিস্ট লজ-পরিবর্তিত নাম আম্রপালি ট্যুরিজম প্রপার্টি

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে যুব আবাস: কম খরচে থাকার সুবন্দোবস্ত

দক্ষিণবঙ্গ

১) বহরমপুর টুরিস্ট লজ- পরিবর্তিত নাম বোহোর ট্যুরিজম প্রপার্টি

২) পথিক মোটেল, দুর্গাপুর- পরিবর্তিত নাম শৈল্পিক ট্যুরিজম প্রপার্টি

৩) মাইথন টুরিস্ট লজ- পরিবর্তিত নাম মুক্তধারা ট্যুরিজম রিসোর্ট

৪) বিষ্ণুপুর টুরিস্ট লজ- পরিবর্তিত নাম বিষ্ণুপুর ট্যুরিজম প্রপার্টি

৫) শান্তিনিকেতন টুরিস্ট লজ- পরিবর্তিত নাম শান্তবিতান ট্যুরিজম প্রপার্টি

৬) ঝাড়গ্রাম রাজবাড়ি ট্যুরিজম প্রজেক্ট- পরিবর্তিত নাম জঙ্গল কস্তুরি ট্যুরিজম রিসোর্ট

৭) মালঞ্চ টুরিস্ট লজ, বারাকপুর- পরিবর্তিত নাম মঙ্গলধারা ট্যুরিজম রিসোর্ট

৮) রানি শিরোমণি পর্যটক আবাস, মেদিনীপুর- পরিবর্তিত নাম মৃত্তিকা ট্যুরিজম প্রপার্টি

৯) তারকেশ্বর টুরিস্ট লজ- পরিবর্তিত নাম নটরাজ ট্যুরিজম প্রপার্টি

১০) রূপনারায়ণ টুরিস্ট লজ, গাদিয়াড়া- পরিবর্তিত নাম রূপমঞ্জরী ট্যুরিজম রিসোর্ট

১১) সাগরিকা টুরিস্ট লজ, ডায়মন্ড হারবার- পরিবর্তিত নাম সাগরিকা ট্যুরিজম প্রপার্টি

১২) বকখালি টুরিস্ট লজ- পরিবর্তিত নাম বালুতট ট্যুরিজম রিসোর্ট

১৩) সজনেখালি টুরিস্ট লজ- পরিবর্তিত নাম মাতলা ট্যুরিজম রিসোর্ট

১৪) দিঘা টুরিস্ট লজ- পরিবর্তিত নাম দিঘালি ট্যুরিজম প্রপার্টি

 

আরও পড়তে পারেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *