ভ্রমণঅনলাইনডেস্ক: ভারতীয় রেলের বিভিন্ন স্টেশনে যাত্রীদের জন্য রয়েছে রিটায়ারিং রুম বা বিশ্রামকক্ষ। অনেক দিন ধরেই এই পরিষেবা দিয়ে আসছে ভারতীয় রেল। কিন্তু এই সব রিটায়ারিং রুমে থাকতে গেলে কিছু দিন আগে থেকে সংরক্ষণ করতে হয়।
আরও পড়ুন: নতুন নামে রাজ্য পর্যটনের টুরিস্ট লজ
এই ঘরগুলি আপনি বুক করতে পারেন অনলাইনে অথবা অফলাইনে। সাধারণত একটি রেলযাত্রা করে, কিছুক্ষণ বা দু’-এক দিন পরের রেলযাত্রার আগে আপনি বিশ্রাম করে নিতে পারেন বা থাকতে পারেন এই সব ঘরে।
বিভিন্ন দামে এই ঘর পাওয়া যায়। এসি ঘর, নন-এসি ঘর এবং নন-এসি ডরমিটরি, সব রকমেরই ব্যবস্থা আছে। তবে অন্তত পক্ষে ৩ ঘণ্টা আপনাকে থাকতেই হবে। তবেই আপনি এই ঘর আগাম বুক করতে পারবেন। আর সব চেয়ে বেশি ৪৮ ঘণ্টার জন্য এই ঘর পাওয়া যায়।
আবার অফলাইনে ঘর বুক করা থাকলেও সেটি কোনো কারণে বাতিল করতে হলে অনলাইনের মাধ্যমে সেটি করা যাবে।
অনলাইনে রিটায়ারিং রুম বুক করার পদ্ধতি :
আইআরসিটিসি – এর অফিসিয়াল ওয়েবসাইটে যান। (https://www.irctctourism.com/)
হোম পেজে ‘রিটায়ারিং রুম’ ট্যাবটিতে ক্লিক করুন।
সিলেক্ট করুন এবং আপনার পছন্দমতো ঘর বুক করুন।
বুকিং হওয়ার পরে একটি কনফার্মেশন মেসেজ আপনার ফোনে চলে আসবে।