‘মহিলা-বান্ধব পর্যটন’ প্রকল্পের সূচনা করল কেরলের পর্যটন দফতর

Chinese Fishing Net, Kochi

ভ্রমণ অনলাইনডেস্ক: শুধুমাত্র মহিলা পর্যটকদের কথা মাথায় রেখে ‘মহিলা-বান্ধব পর্যটন’ প্রকল্পের সূচনা করল কেরলের পর্যটন দফতর। এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের জন্য নির্দিষ্ট কিছু ভ্রমণ প্যাকেজের ব্যবস্থা করেছে কেরল সরকার। সেই সব কিছু দেখভালের দায়িত্বেও রয়েছেন মহিলারাই।

এই প্রকল্পের সূচনা করতে গিয়ে রাজ্যের পর্যটন মন্ত্রী মহমদ্দ রিয়াস বলেন, মহিলাদের জন্য সব থেকে নিরাপদ পর্যটন কেন্দ্র হিসেবে ভারতের মধ্যে এখন শীর্ষস্থানে রয়েছে কেরল।

রিয়াসের কথায়, মহিলারা এখন নিজেদের মধ্যে গ্রুপ তৈরি করে ভ্রমণ বা একা একা ভ্রমণে বেরিয়ে পড়ার সাহস দেখাচ্ছেন। এই পরিস্থিতিতে কেরলের একটা দৃষ্টান্ত তৈরি করা জরুরি বলে মনে করেন তিনি। তাঁর কথায়, “এই প্রকল্পের মধ্যে দিয়ে শুধুমাত্র যে মহিলা পর্যটকদের আকর্ষণ করা হবে তা কিন্তু নয়, পাশাপাশি রাজ্যের স্থানীয় মহিলাদের জন্য কর্মসংস্থানও তৈরি করা হবে।”

এর জন্য কেরল পর্যটন দফতরের পক্ষ থেকে বিশেষ উদ্যোগও নেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় মহিলাদের ট্যুর অপারেটর, হোমস্টে অপারেটর, অটো বা ট্যাক্সি চালক, গাইডের প্রশিক্ষণও দেওয়া হবে। গোটা প্রকল্পের ওপরে নজরদারি চালাবেন পর্যটনমন্ত্রী নিজেই, এমনই জানিয়েছেন তিনি।

আরও পড়তে পারেন

হৈমন্তীপার্বণ: শঙ্খ নয়, হাওড়ার ভট্টাচার্যবাড়ির জগদ্ধাত্রীর বাঁ হাতে থাকে খড়্গ

রাজস্থানে উন্মোচিত হল বিশ্বের উচ্চতম শিবমূর্তি

হৈমন্তীপাবর্ণ: শিবপুরে যে বারোয়ারি জগদ্ধাত্রীপুজোর সূচনা হয়েছিল রায় চৌধুরীদের উঠোনে

চলুন ঘুরে আসি রাজস্থান ১: আগ্রা-ভরতপুর-দৌসা-জয়পুর-সরিস্কা-অলওয়র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *