ধর্মীয় অনুষ্ঠানে ‘রোবট হাতি’, রীতি বদল করে মন কাড়ল কেরলের মন্দির

ভ্রমণ অনলাইনডেস্ক: কেরলে হিন্দু ধর্মীয় বিভিন্ন আচার ও অনুষ্ঠান হাতির উপস্থিতি ছাড়া সম্ভব নয়। তবে এ বারে নিয়মে খানিক বদল এল। হাতি বাদ যাচ্ছে না। তবে জ্যান্ত হাতির বদলে রোবট হাতিকে দিয়েই মন্দিরের যাবতীয় আচার পালন করা হবে। কেরলের ত্রিসুর জেলার ইরিঞ্জাদাপল্লি শ্রীকৃষ্ণ মন্দিরে এমনই এক রোবটিক হাতি উপহার দিয়েছে পেটা ইন্ডিয়া (PETA India) নামে এক পশু সংরক্ষণ সংস্থা।

রোবট হাতিটির নাম দেওয়া হয়েছে ‘ইরিঞ্জাদাপল্লি রামন’। তার উচ্চতা সাড়ে ১০ ফুট। ওজন ৮০০ কেজি। এই হাতিতে এক সঙ্গে চড়তে পারবেন চার জন। জ্যান্ত হাতির মতোই মাথা, চোখ এবং কান নাড়াতে পারে রোবট হাতি। তবে তার জন্য বিদ্যুৎসংযোগ লাগে।

উল্লেখ্য, দীর্ঘদিন যাবৎ ত্রিসুরের এই মন্দিরে জ্যান্ত হাতি দেখতে অভ্যস্ত পুণ্যার্থীরা। কিন্তু একাধিক বার আচার-অনুষ্ঠানের সময় বন্যপ্রাণীটির অসংলগ্ন আচরণে দুর্ঘটনা ঘটেছিল। সেই কারণেই মন্দির কর্তৃপক্ষ সম্প্রতি আচার পালনে হাতির ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করে। এই অবস্থায় রোবটিক হাতির ব্যবস্থা করল পেটা ইন্ডিয়া। রবিবার একটি ধর্মীয় অনুষ্ঠানে রোবট হাতিকে ঈশ্বরের কাছে নিবেদন করা হয়েছে।

উল্লেখ্য, হেরিটেজ অ্যানিমেল টাস্ক ফোর্সের এক প্রতিবেদন অনুসারে, গত ১৫ বছরে কেরলে হাতির হামলায় ৫২৬ জন মারা গিয়েছে। এই পরিসংখ্যানটি মাথায় রেখেই ত্রিশুরের ইরিঞ্জাদপল্লি শ্রীকৃষ্ণ মন্দিরে আচার-অনুষ্ঠানে হাতির ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মন্দির কর্তৃপক্ষের এক প্রতিনিধি বলেন, আশা করি অন্য মন্দিরগুলি একই পদক্ষেপ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *