‘নিউ ইয়র্ক টাইম্‌স’-এর বিশ্ব পর্যটন মানচিত্রে ভারতের একমাত্র রাজ্য হিসেবে স্থান পেল কেরল

Chinese Fishing Nets

ভ্রমণ অনলাইনডেস্ক: কেরলের মুকুটে এ বার নয়া পালক। মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সংবাদমাধ্যম ‘নিউ ইয়র্ক টাইম্‌স’-এর বিশ্বের পর্যটন মানচিত্রে স্থান পেয়েছে কেরলের তিনটে জায়গা। ভারতের একমাত্র রাজ্য হিসেবে এই মানচিত্রে জায়গা করে নিয়েছে কেরল।

ওই প্রতিবেদনে, দক্ষিণ ভারতের রাজ্য কেরলকে সমুদ্র, খাঁড়ি, সংস্কৃতি এবং ঐতিহ্যের জন্য প্রসিদ্ধ বলে বর্ণনা করা হয়েছে। কেরলের তিনটে স্থান এই মানচিত্রে জায়গা করে নিয়েছে। তার মধ্যে রয়েছে কুমারাকোম। বাকি দু’টি জায়গা হল যথাক্রমে ভাইকোম এবং মারাভানতুরুতু।

কেরল ছাড়াও লন্ডন, জাপানের মরিওকা, স্কটল্যান্ডের কার্লমার্টিন গ্লেন বিশেষ পর্যটনকেন্দ্র হিসেবে স্থান পেয়েছে বিশ্ব পর্যটন মানচিত্রে। এ ছাড়াও সেই তালিকায় স্থান করে নিয়েছে নিউজিল্যান্ডের অকল্যান্ড, ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংস, অস্ট্রেলিয়ার ক্যাঙ্গারু দ্বীপ, আলবেনিয়ার ভজোসা নদী এবং নরওয়ের ট্রোমসো।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০২২ সালে টাইমস ম্যাগাজিনও বিশ্ব পর্যটন কেন্দ্রের তালিকায় স্থান দিয়েছিল কেরলকে। দক্ষিণ ভারতের এই রাজ্যটিকে ইকোট্যুরিজমের হটস্পট বলে ম্যাগাজিনে তুলে ধরা হয়েছে। বিভিন্ন দর্শনীয় স্থানের পাশাপাশি কেরলের আয়ুর্বেদ, যোগাসন এবং ঐতিহ্যবাহী সুস্বাদু খাবারের কথাও উল্লেখ করা হয়েছে। 

সমীক্ষায় সেরা শহরের তালিকায় শীর্ষে রয়েছে লন্ডন। এর পর জায়গা করে নিয়েছে টোকিয়ো, নিউ ইয়র্ক, প্যারিস, দুবাইয়ের মতো শহরগুলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *