সাংস্কৃতিক পর্যটনের পীঠস্থান, পশ্চিমবঙ্গের মুকুটে নয়া পালক

 ভ্রমণ অনলাইনডেস্ক: পশ্চিমবঙ্গের পর্যটনের মুকুটে নয়া পালক। সাংস্কৃতিক পর্যটনের পীঠস্থান হিসেবে বেছে নেওয়া হয়েছে এই রাজ্যকেই।

জানা গিয়েছে, আইটিবি বার্লিন (ITB- Berlin) বা ইন্টারন্যাশনাল ট্যুরিজম বোরসে-র তরফে এক পর্যটন মেলার আয়োজন করা হয়। এটি বিশ্বের সব থেকে বড়ো ট্যুরিজম ট্রেড ফেয়ার। সেখানে প্রতি বার বিশ্বের বিভিন্ন হোটেল, ট্যুরিজম বোর্ড, ট্যুর অপারেটর, সিস্টেম প্রোভাইডার, বিমান সংস্থা সহ পর্যটনের সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থা যোগ দেয়। পাশাপাশি বিভিন্ন দেশের সরকার তথা পর্যটন দফতরও যোগ দেয়।

সেই মেলাতেই বাংলার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে। সেই পুরস্কার নিতে জার্মানি যাচ্ছেন রাজ্যের পর্যটন দফতরের সচিব নন্দিনী চক্রবর্তী। প্রশাসন সূত্রের খবর, নন্দিনী চক্রবর্তীর সঙ্গে বার্লিনে যাচ্ছেন মুখ্যমন্ত্রীর সচিবালয়ের অন্যতম আধিকারিক পিবি সালিম। পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গাকে পর্যটনের জন্য সম্ভাবনাময় জায়গা হিসেবে বিশ্বের দরবারে তুলে ধরতেও রাজ্য সরকার প্রতিনিধিদের বার্লিন পাঠাচ্ছে বলে নবান্ন সূত্রের খবর।

আগামী ৭ থেকে ৯ মার্চ বার্লিনে বিশ্বের বৃহত্তম পর্যটন মেলা অনুষ্ঠিত হবে। এ রাজ্যের প্রতিনিধিদলটি সোমবার ৬ মার্চ বার্লিনের উদ্দেশে রওনা হচ্ছে, ফিরবে ১১ মার্চ।

পশ্চিমবঙ্গের এই শিরোপা পাওয়ার বিষয়টি টুইট করে লেখেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রবিবার তিনি লেখেন, “২০২০ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় বলেছিলেন, ভারত হেরিটেজ টুরিজমের হাব হয়ে উঠবে। এই প্রতিশ্রুতিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখেছে পশ্চিমবঙ্গ। মুখ্যমন্ত্রীর হাত ধরে তা আজ উন্মোচিত হয়েছে। ‘বেস্ট ডেস্টিনেশন ফর কালচার বিভাগে বাংলার পুরস্কার জেতা জাতির জন্যও অত্যন্ত গর্বের। ৯ মার্চ ২০২৩ ওয়ার্ল্ড টুরিজম অ্যান্ড অ্যাভিয়েশন লিডার্স সামিট হবে বার্লিনে। সেখানেই এই সম্মান দেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *