ভ্রমণ অনলাইন ডেস্ক: বাঙালি ভ্রমণার্থীদের কাছে গুজরাত আর খুব একটা অপরিচিত জায়গা নয়। তবে বেশির ভাগ বাঙালি পর্যটকই গুজরাত বলতে বোঝেন উপকূল গুজরাত অর্থাৎ দ্বারকা, পোরবন্দর, সোমনাথ আর দিউ, গির ফরেস্ট, জুনাগড়, অমদাবাদ এবং তার আশপাশ, বুনো গাধা দেখার জন্য কচ্ছের লিটল্ রন, আর খুব বেশি হলে ধোলাভিরা, মধেরা, পাটন, জামনগর ইত্যাদি। তাঁদের ভ্রমণসূচিতে ব্রাত্যই থেকে যায় কচ্ছের গ্রেট রন, যার মধ্যমণি ভুজ। অথচ এই রন-ভূমিই বোধহয় গুজরাতের সব চেয়ে বৈচিত্র্যপূর্ণ জায়গা। পাকিস্তান সীমান্ত সংলগ্ন এই জায়গা আমাদের মধ্যে নানা কৌতূহলও সৃষ্টি করে।
তাই ভ্রমণ অনলাইন এ বার মানসভ্রমণে নিয়ে যাচ্ছে ভুজ। ঘরবন্দি থাকার অবসরে পড়ুন, আবিষ্কার করুন রন-ভূমিকে এবং ভবিষ্যৎ-ভ্রমণের পরিকল্পনা তৈরি করে রাখুন।

উঁচু নিচু পাহাড়ি জমির ওপর ১৫১০ সালে ভুজ শহর প্রতিষ্ঠা করেন মহারাও হামির। ১৫৪৯ সালে মহারাও প্রথম খেঙ্গারজি ভুজকে কচ্ছের রাজধানী করেন। তার পর থেকে বার ছয়েক আক্রান্ত হয়েছে ভুজ। ঘূর্ণিঝড়, খরা, ভূমিকম্প-সহ নানা প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। ২০০১-এর ভূমিকম্পে কার্যত বিধ্বস্ত হয়েছে ভুজ। আবার নতুন করে গড়ে উঠেছে শহর। ১৯৪৭-এ ভারত স্বাধীন হওয়ার পর ব্রিটিশ করদ রাজ্য কচ্ছ স্বাধীন ভারতে শামিল হয়। ১৯৬০-এ তৎকালীন বোম্বে থেকে কেটে গুজরাত প্রদেশের জন্ম হলে কচ্ছ রাজ্যের একটি জেলা হয় এবং ভুজ হয় সেই জেলার সদর শহর।
সংস্কৃতি আর ঐতিহ্যের ভাণ্ডার ভুজ। সে দিনের ভুজ ছিল দুর্গনগরী। আজকের ভুজ পুরোনো আর নতুন শহর নিয়ে। পুরোনো শহর প্রাচীরে ঘেরা দুর্গের মধ্যে। সেই প্রাচীরের বিশেষ কিছু অবশিষ্ট নেই। অনেকটাই ধ্বংস হয়েছে ২০০১-এর ভূমিকম্পে আর কিছুটা শহরের উন্নয়ন যজ্ঞে বলি হয়েছে। তবে আজও গৌরবময় ঐতিহ্যের সাক্ষ্য বহন করছে পুরোনো শহরের পাঁচটি গেট, যার মধ্যে উল্লেখযোগ্য মহাদেব গেট।

ভুজে কী দেখবেন
(১) হামিরসর লেক – পুরোনো শহরের বিধ্বস্ত প্রাচীর ঘেঁসে ২৮ একর এলাকা জুড়ে এই লেক, ভুজ শহরের প্রাণ। স্থানীয় তিনটি নদীর জল ধরে রেখে শহরবাসীদের জল সরবরাহ করার জন্য এই লেক তৈরি করা হয়। এখানে প্রচুর ফ্লেমিঙ্গো, পেলিক্যান আসে। মূলত বর্ষা-নির্ভর এই লেক। তাই যে বছর ভুজে ভালো বৃষ্টি হয়, সে বছর আনন্দে ভাসে ভুজ।
(২) দরবারগড় ফোর্ট তথা রয়্যাল প্যালেস – এই রয়্যাল প্যালেস কমপ্লেক্সেই রয়েছে ষোড়শ শতকে নির্মিত আয়না মহল তথা ‘হল অফ মিররস্’ – সার্থক নামকরণ – আলো জ্বালালে একটি আলোই লক্ষ আলো হয়ে ওঠে আয়না-খচিত মহলে।
(৩) প্রাগ মহল প্রাসাদ – আয়না মহলের কাছেই প্রাগ মহল প্রাসাদ। ইতালীয়-গথিক শৈলীতে উনিশ শতকে তৈরি। এখানেই রয়েছে ৪৫ মিটার উঁচু ক্লক টাওয়ার, যার ওপরে উঠে ভুজ শহর দেখা কখনোই মিস করা উচিত নয়।
(৪) শারদ বাগ প্যালেস – হামিরসর লেকের পুবে সুন্দর বাগিচার মাঝে ১৮৬৭-তে গড়া এই প্রাসাদ।
(৫) ছতরদি – হামিরসর লেকের পশ্চিম তীর ঘেঁষে রয়েছে লাখপতজি, দ্বিতীয় রায়ধনজি আর দেসরজির লাল বেলেপাথরের সমাধি সৌধ তথা ছত্তিশ।
(৬) কচ্ছ মিউজিয়াম – হামিরসর লেকের দক্ষিণ পুব তীরে মহাদেব গেটের বিপরীতে গোলাপি মর্মরের কচ্ছ মিউজিয়াম। অভিনবত্ব ও বৈচিত্র্যে ভরা সংগ্রহ রয়েছে গুজরাতের এই প্রাচীনতম (১৮৭৭ সালে তৈরি) এই মিউজিয়ামে।
(৭) ভুজিয়া দুঙ্গার ও ভুজিয়া ফোর্ট – সাপেদের রাজা ভুজঙ্গের নামে এই দুঙ্গারের (পাহাড়) নাম ভুজিয়া দুঙ্গার। জাদেজা রাজারা সপ্তদশ শতকে এই পাহাড় ঘিরে দুর্গ তৈরি করেন। ভারতীয় সেনাবাহিনীর দখলে ছিল এই দুর্গ। তবে ২০০১-এর ভূমিকম্পের পর তারা তাদের নতুন আস্তানায় চলে যায়। দুর্গ আজ অনেকটাই ধ্বংস, তবে দুর্গের প্রাচীর বরাবর সিঁড়ি দিয়ে উঠে উপর থেকে ভুজ শহরের দৃশ্য উপভোগ করা যায়।
(৮) রামকুণ্ড স্টেপড্ ওয়েল – কচ্ছ মিউজিয়ামের পিছনেই রামকুণ্ড, গুজরাতের ঐতিহ্যমণ্ডিত ধাপওয়ালা কুয়া (স্টেপড্ ওয়েল)। কাছেই রাম ধুন মন্দির।

(৯) টপকেশ্বরী দেবী মন্দির – ভুজ শহর থেকে ৯ কিমি।
(১০) ভূজোডি – ভুজ শহর থেকে ১০ কিমি দূরে ভূজোডি কার্যত শিল্পীগ্রাম। কচ্ছের নানা ধরনের হস্তশিল্পের কাজ দেখে নিতে পারেন এখানে। ইচ্ছা করলে কেনাকাটাও করতে পারেন। কাছেই আছে আশাপুরা ক্র্যাফটস পার্ক। কাছেই আছে শ্রুজন – শতাধিক গ্রামের সাড়ে ৩ হাজার মহিলার এমব্রয়ডারি শিল্পের কর্মযজ্ঞ চলছে।
এ ছাড়াও ভুজ শহরে দেখে নিন স্বামীনারায়ণ মন্দির, ভারতীয় সংস্কৃতি দর্শন মিউজিয়াম ইত্যাদি।

ভুজ থেকে চলুন
(১) ভোর ভোর বেরিয়ে পড়ুন ভুজ থেকে। রন-ভূমি ভেদ করে প্রথমে চলুন মাতা নো মাঢ়, ৯৪ কিমি। দেখে নিন মা আশাপুরা মন্দির। এখান থেকে চলুন লাখপত (দুর্গনগরী, গুরু নানকের স্মৃতিধন্য), ৪১ কিমি। এখানে খানিকক্ষণ কাটিয়ে চলুন নারায়ণ সরোবর, ৩৩ কিমি। এখান থেকে ২ কিমি দূরে কচ্ছ উপসাগরের তীরে ভারতের শেষ প্রান্ত কোটেশ্বর, দেখে নিন কোটিলিঙ্গেশ্বরের মন্দির। কোটেশ্বর থেকে চলে আসুন মাণ্ডবী, ১৪৬ কিমি। এখানে দেখে নিন বিজয়বিলাস প্রাসাদ, উপভোগ করুন সাগরবেলা। সূর্যাস্ত দেখে ফিরে চলুন, ৫৮ কিমি।

(২) ভুজ থেকে আজও বেরিয়ে পড়ুন সকাল সকাল। প্রথমে চলুন দিনোধর পাহাড় (১২৬৬ ফুট), ৬৫ কিমি। পাহাড়চুড়োয় আছে ধোরামনাথের মন্দির। কথিত আছে, এখানে ১২ বছর ধরে ধোরামনাথ প্রায়শ্চিত্ত করেছিলেন। এই দিনোধার পাহাড় ট্রেকিং-এর আদর্শ জায়গা। উদ্ভিদ ও বন্যপ্রাণীকুলের আদর্শ বাসস্থান। পাহাড়তলিতেও রয়েছে ধোরামনাথ-সহ এক গুচ্ছ মন্দির। দিনোধার পাহাড় থেকে চলুন কিরো দুঙ্গার, এক মৃত আগ্নেয়গিরি। এখানে শামুক, শঙ্খ-সহ বিভিন্ন সামুদ্রিক প্রাণীর জীবাশ্ম দেখতে পাওয়া যায়, যার বয়স সাড়ে ছ’ কোটি বছর। কিরো দুঙ্গার থেকে চলুন চাদওয়া রখল, ৬৮ কিমি, (রখল হল সংরক্ষিত বনাঞ্চল, কচ্ছের প্রাক্তন শাসকরা এ রকম প্রায় ৪৫টি বনাঞ্চল তৈরি করেছিলেন কচ্ছে) – মন জুড়োনোর ভালো জায়গা। চাদওয়া রখল থেকে ফিরে চলুন ভুজ, ২৫ কিমি।
(৩) ভুজ থেকে এক দিনের জন্য বেরিয়ে পড়ুন সাদা রন দেখতে। প্রথমে চলুন ভারত-পাকিস্তান সীমান্তের কাছে কালো দুঙ্গার (কালো পাহাড়), দূরত্ব ৯০ কিমি। কচ্ছের সর্বোচ্চ পাহাড়, ১৫১৫ ফুট উঁচু। পাহাড়চুড়ো থেকে কচ্ছের গ্রেট রন উপভোগ করুন। পাহাড়শীর্ষে রয়েছে দত্তাত্রেয় (একই শরীরে তিন মাথা – ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর) মন্দির। সূর্যাস্ত দেখুন, মন্দিরে সন্ধ্যারতি দেখে নেমে আসুন। চলুন ধোরদো, ৪৮ কিমি। সাদা রনভূমি দেখার সর্বোত্তম জায়গা ধোরদো। রাত্রিবাস এখানে। ভোরে রনে সূর্যোদয় দেখুন। ধোরদোয় সকলটা কাটিয়ে ফিরে আসুন ভুজ। ফেরার পথে দেখে নিন – কোটেতে (৭৩ কিমি) সোলাঙ্কি আমলে (১০ থেকে ১৪ শতক) তৈরি মন্দির, কেউ বলেন শিব কেউ বলেন সূর্য মন্দির, মন্দিরের কারুকাজ দেখার মতো; রুদ্রমাতায় (কোটে থেকে ১১ কিমি) দেখে নিন রুদ্রাণী মন্দির। ফিরুন ভুজ, ১৭ কিমি।

কী ভাবে যাবেন
ট্রেনপথে ও বিমানপথে যুক্ত ভুজ। তবুও ভুজ যেতে হলে দেশের অনেক প্রান্ত থেকেই সরাসরি যাওয়া যায় না। অমদাবাদ বা মুম্বই থেকে যেতে হয়। কলকাতা থেকে ভুজ যাওয়ার সরাসরি ট্রেন সাপ্তাহিক (শনিবার) শালিমার-ভুজ এক্সপ্রেস, শালিমার থেকে ছাড়ে রাত ৮.২০ মিনিটে, ভুজ পৌঁছোয় তৃতীয় দিন বিকেল সাড়ে ৪টেয়।
ট্রেন বদল করে চলুন –
(১) গান্ধীধামে বদল – গর্ভ এক্সপ্রেস প্রতি সোমবার রাত ১১টায় হাওড়া ছেড়ে তৃতীয় দিন বিকেল সাড়ে ৪টেয় গান্ধীধাম পৌঁছোয়। গান্ধীধাম থেকে ভুজ ৫৭ কিমি, বাস ও গাড়ি পাবেন।
(২) অমদাবাদে বদল – দৈনিক হাওড়া-অমদাবাদ এক্সপ্রেস, ত্রিসাপ্তাহিক হাওড়া-পোরবন্দর-ওখা এক্সপ্রেস বা সাপ্তাহিক কলকাতা-অমদাবাদ এক্সপ্রেসে অমদাবাদে এসে ট্রেনে বা বাসে চলুন ভুজ। অমদাবাদ থেকে রাত ১১.৫৯-এর দাদার-ভুজ এক্সপ্রেস এবং রাত্রি ২.০৫ মিনিটের কচ্ছ এক্সপ্রেস ভুজ পৌঁছে দেয় যথাক্রমে সকাল ৭টা এবং সকাল ৮.৫০ মিনিটে। এ ছাড়াও ত্রিসাপ্তাহিক ও দ্বিসাপ্তাহিক ট্রেনও আছে। তবে সব ট্রেনই আসে মুম্বই থেকে। তাই কলকাতা থেকে এলে অমদাবাদের পরিবর্তে মুম্বইয়ে ট্রেন বদল করার সুবিধার।
আরও পড়ুন: ঘরে বসে মানসভ্রমণ: তিন দিকে সাগর দিয়ে ঘেরা মুরুদেশ্বর
(৩) মুম্বইয়ে বদল – হাওড়া থেকে মুম্বই যাওয়ার অনেক ট্রেন আছে। মুম্বই থেকে ভুজ যাওয়ার ট্রেন – (১) দাদার-ভুজ এক্সপ্রেস – বিকেল ৩টেয় দাদার ছেড়ে ভুজ পৌঁছোয় পরের দিন সকাল ৭টায়; (২) কচ্ছ এক্সপ্রেস – বিকেল পৌনে ৬টায় বান্দ্রা টার্মিনাস ছেড়ে ভুজ পৌঁছোয় পরের দিন সকাল ৮.৫০ মিনিটে। আরও সাপ্তাহিক, দ্বিসাপ্তাহিক ট্রেনও আছে।
(৪) দিল্লিতে বদল – হাওড়া থেকে দিল্লি যাওয়ার অনেক ট্রেন আছে। দিল্লি থেকে ভুজ যাওয়ার ট্রেন – (ক) আলা হজরত এক্সপ্রেস – বরেলি থেকে ট্রেনটি আসে। দিল্লি থেকে মঙ্গল, বৃহস্পতি ও শনিবার ছাড়ে সকাল ১১.৫০ মিনিটে, ভুজ পৌঁছোয় পরের দিন দুপুর ২.০১ মিনিটে; (খ) বরেলি-ভুজ এক্সপ্রেস – সপ্তাহের বাকি চার দিন দিল্লি থেকে ছাড়ে সকাল ১১.৫০ মিনিটে, ভুজ পৌঁছোয় পরের দিন সকাল সাড়ে ৯টায়।

কী ভাবে ফিরবেন
ভুজ থেকে সরাসরি কলকাতা ফিরতে পারেন। ভুজ-শালিমার এক্সপ্রেস প্রতি মঙ্গলবার দুপুর ২.৩০ মিনিটে ভুজ থেকে ছেড়ে শালিমার পৌঁছোয় বৃহস্পতিবার সকাল ১০.০৫ মিনিটে। গান্ধীধাম থেকেও ফেরার ট্রেন ধরতে পারেন। গর্ভ এক্সপ্রেস প্রতি শনিবার বিকেল ৫:৪০-এ ছেড়ে হাওড়া পৌঁছোয় সোমবার দুপুর ১:১০-এ।
তা ছাড়া মুম্বই, অমদাবাদ ও দিল্লিতে ট্রেন বদল করেও ফিরতে পারেন। ভুজ থেকে বিমানেও ফেরা যায়।
কোথায় থাকবেন
ভুজ এবং ধোরদোয় আপনাকে থাকতে হবে বেসরকারি ব্যবস্থায়। প্রচুর হোটেল, লজ, রিসর্ট আছে। নেট সার্চ করলে পেয়ে যাবেন।

জেনে রাখুন
ট্রেন সম্পর্কে বিশদ তথ্য পেতে হলে দেখুন erail.in।
অমদাবাদ থেকে ভুজের বাস যোগাযোগ খুবই ভালো। নেট সার্চ করলে প্রচুর বাসের সন্ধান পাবেন।
ট্রেনের বদলে বিমানে মুম্বই বা অমদাবাদ এসে সেখান থেকে ট্রেনে বা বিমানে আসতে পারেন ভুজ। নেট সার্চ করলে বিমান পরিষেবার খবর পাবেন।
ভুজের প্রায় প্রতিটি দ্রষ্টব্য ভবন আজ মিউজিয়ামে রূপান্তরিত। সব জায়গাতেই ঢোকার জন্য কিছু না কিছু দর্শনী লাগে।
কচ্ছের হস্তশিল্প হল এখানকার কৃষ্টি – কাচ বসানো সূচিশিল্পের চোখ ধাঁধানো এমব্রয়ডারি, পাথর, দারু ও চর্মজাত হস্তশিল্প, উলেন শাল, এমব্রয়ডারি করা শয্যাসম্ভার – স্মারক হিসাবে সংগ্রহ করে নিয়ে যেতে পারেন ভুজ থেকে।