দিনে অন্তত দু’বার উধাও হয়ে যায় গুজরাতের এই শিবমন্দির, কী ভাবে?

ভ্রমণ অনলাইনডেস্ক: এক আজব ঘটনা প্রতিদিনই ঘটে থাকে গুজরাতের কাভি কামবোই শহরে। এই শহরে সমুদ্রসৈকতের ধারে রয়েছে এক প্রাচীন শিবন্দির। কিন্তু অদ্ভুত ব্যাপার হল দিনে অন্তত দু’বার আরব সাগরের জলে ডুবে যায় এই মন্দির।

মন্দিরের আরাধ্য দেবতা স্তম্ভেশ্বর মহাদেব। তাই লোকে একে বলে স্তম্ভেশ্বর মহাদেবের মন্দির। ভগবান শিবের স্বল্প পরিচিত মন্দিরগুলির মধ্যে এটি একটি। গুজরাতের কাভি কামবোই শহরে অবস্থিত স্তম্ভেশ্বর শিবমন্দিরের বয়স প্রায় দেড়শো বছর।

মন্দিরের উধাও হয়ে যাওয়ার ঘটনা দেখতেই মন্দির এবং সংলগ্ন এলাকায় ভিড় করেন পর্যটকরা। স্তম্ভেশ্বর মন্দিরটি আরব সাগর এবং ক্যাম্বে উপসাগরের মধ্যবর্তী অংশে অবস্থিত। ভদোদরা থেকে এর দূরত্ব প্রায় ৭০ কিলোমিটার। আর মন্দিরের এই জলে ডোবা ওঠার ঘটনাটি ঘটে ভরা কোটালের কারণে। কোটালের সময় মন্দিরটি সমুদ্রে নিমজ্জিত হয়ে যায় এবং জোয়ার কমতে শুরু করার সঙ্গে সঙ্গে মন্দির এবং মন্দিরের ভিতরের প্রায় ৪ ফিট উঁচু শিবলিঙ্গটি আস্তে আস্তে সমুদ্র থেকে উঠে আসতে শুরু করে।

প্রতিদিন দিনে দু’বার স্তম্ভেশ্বরের মন্দির জলে ডুবে যায়। তাই সেই অসাধারণ দৃশ্য দর্শনের জন্য স্থানীয় জোয়ার ভাটার সময় জেনে তবে সেখানে যাওয়া উচিত। মন্দির সংলগ্ন এলাকায় হোটেল, রেস্তোরাঁ রয়েছে। তাই পর্যটকরা সময়ের হিসেব করেই মন্দির দর্শনে যান। মন্দিরের নির্দিষ্ট আশ্রমও রয়েছে।

ভদোদরা থেকে ট্রেন কিংবা গাড়ি চড়ে কাভি কমবোই পৌঁছে যাওয়া যায়। দূরত্ব ৭০ কিলোমিটার মতো। সময় লাগে দেড় ঘণ্টার কাছাকাছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *