অনীত থাপার হস্তক্ষেপে খুলল জট, আজ থেকে সচল টাইগার হিল

sunrise at tiger hill

ভ্রমণ অনলাইনডেস্ক: দার্জিলিংয়ে আসা পর্যটকদের কাছে স্বস্তির খবর! গোর্খা গাড়িচালকদের ধর্মঘটে এক দিন কার্যত অচল থাকার পর বুধবার থেকেই খুলল টাইগার হিল। মঙ্গলবার থেকে এখানে টানা ধর্মঘটের ডাক দিয়েছিল গোর্খা চালক সংগঠন। তবে বুধবার জিটিএ (গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন)-এর চিফ এগ্‌জ়িকিউটিভ অনীত থাপার আশ্বাসের পর সেই ধর্মঘট তুলে নিলেন সংগঠনের নেতৃত্ব। যদিও টাইগার হিলে টাকা আদায় নিয়ে সংগঠনের অভিযোগের স্থায়ী সমাধান হয়নি।

মূলত, পর্যটক এবং দার্জিলিংয়ের সুনামের কথা মাথায় রেখে সংগঠনের তরফে টেলিফোনে যোগাযোগ করা হয় অনীতের সঙ্গে৷ তিনিই এক প্রকার সমাধানসূত্র বার করেন।

প্রসঙ্গত উল্লেখ্য, টাইগার হিলে টাকা আদায়কে কেন্দ্র করে গত শনিবার বেঁকে বসে গোর্খা চালক সংগঠন। তাদের অভিযোগ, পুলিশ, বন দফতর ও পর্যটন বিভাগ— সব তরফ থেকেই টাইগার হিলের উন্নতির নামে পর্যটক এবং গাড়িচালকদের থেকে টাকা আদায় করছে। অথচ টাইগার হিল ভিউ পয়েন্টে উন্নতির লেশমাত্র নেই।

শনিবার দার্জিলিং প্রেস গিল্ডে সাংবাদিক বৈঠক করে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তাদের দাবি নিয়ে কোনো সিদ্ধান্তে না হলে মঙ্গলবার থেকে টাইগার হিল বয়কট করবে তারা। সেই ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার পুরোপুরি বন্ধ ছিল টাইগার হিল ভিউ পয়েন্ট।

এর পরেই প্রশাসনের তরফে জট খোলার উদ্যোগ নেওয়া হয়। অনীত থাপা হস্তক্ষেপ করে বয়কট উঠিয়ে নিতে অনুরোধ করেন। বুধবার থেকে জিটিএ পর্যটন দফতর, বন দফতর বা পুলিশ— কেউ টাকা নেবে না বলে আশ্বাস দিয়েছেন থাপা। এর পরেই টাইগার হিলকে ফের সচল করার উদ্যোগ নেওয়া হয়।

আরও পড়তে পারেন

কালীপুজো-দীপাবলি: শান্তিপুরে চাঁদুনিবাড়িতে পুজোর সময় গৃহদেবতারাও উপস্থিত থাকেন

মঙ্গলবার থেকে টাইগার হিল বয়কটের ডাক দিল গোর্খা গাড়িচালক সংগঠন

মঙ্গলবার থেকেই উত্তর সিকিমের পারমিট দেওয়া শুরু প্রশাসনের

কেদারনাথ এ বার পৌঁছোনো যাবে রোপওয়েতে, প্রকল্পে সবুজ সংকেত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *