২১ সেপ্টেম্বর থেকে খুলে যাচ্ছে তাজমহল, আগরা ফোর্টের ফটক

agra fort
আগ্রা ফোর্ট।

ভ্রমণঅনলাইন ডেস্ক: এ বার আগরা যেতে পারবেন পর্যটকেরা। দীর্ঘ ছ’ মাস বন্ধ থাকার পর খুলে যাচ্ছে তাজমহল ও আগরা ফোর্ট। আগরার জেলাশাসক এন প্রভু সিংহ টুইটারে এমনই ঘোষণা করেছেন

তবে যথারীতি তাজমহল ও আগরা ফোর্ট দেখার জন্য কিছু নিয়মবিধি মানতে হবে পর্যটকদের। ভারতীয় প্রত্নতত্ত্ব সর্বেক্ষণ (এএসআই) বসন্ত কুমার স্বর্ণকার জানিয়েছেন, “মাস্ক না পরে কেউ ঢুকতে পারবেন না। টিকিট কাউন্টার খুলবে না। টিকিট কিনতে হবে অনলাইনে।”

এএসআইয়ের স্বর্ণকার আরও জানিয়েছেন, “দৈনিক পাঁচ হাজারের বেশি পর্যটক তাজমহলে ঢুকতে পারবেন না। দুপুর দুটো পর্যন্ত আড়াই হাজারের বেশি পর্যটককে তাজমহলে ঢুকতে দেওয়া হবে না। আগরা ফোর্টে সারা দিনে আড়াই হাজার পর্যটক প্রবেশ করতে পারবেন।”

taj mahal
তাজমহল

উল্লেখ্য, ১৭ মার্চ থেকে বন্ধ ছিল আগরার এই ঐতিহাসিক স্থাপত্যগুলি। তখনও কিন্তু দেশে করোনাভাইরাসের এতটা বাড়বাড়ন্ত হয়নি।

জুন মাসে প্রথম দফার আনলক পর্ব শুরু হতেই কেন্দ্র যে নির্দেশিকা জারি করে সেই অনুযায়ী সৌধগুলি খুলে দেওয়ার অনুমতি দেওয়া হয়। কিন্তু আগরায় করোনার দাপট বাড়তে থাকায় স্থানীয় জেলাপ্রসাশন সেই দর্শনীয় স্থানগুলি খোলার অনুমতি দেয়নি।

অবশেষে চতুর্থ দফার আনলকে দরজা খুলতে চলেছে এই স্থানগুলির। বর্তমানে আগরায় সাড়ে ছ’শো কোভিড পজিটিভ রোগী রয়েছেন।

ভ্রমণঅনলাইনে আরও পড়তে পারেন

দার্জিলিং-কালিম্পঙে এখনই খোলা যেতে পারে হোটেল-রেস্তোরাঁ, অনুমতি জেলা প্রশাসনের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *