২১ সেপ্টেম্বর থেকে খুলে যাচ্ছে তাজমহল, আগরা ফোর্টের ফটক
ভ্রমণঅনলাইন ডেস্ক: এ বার আগরা যেতে পারবেন পর্যটকেরা। দীর্ঘ ছ’ মাস বন্ধ থাকার পর খুলে যাচ্ছে তাজমহল ও আগরা ফোর্ট। আগরার জেলাশাসক এন প্রভু সিংহ টুইটারে এমনই ঘোষণা করেছেন। তবে যথারীতি তাজমহল ও আগরা ফোর্ট দেখার জন্য কিছু নিয়মবিধি মানতে হবে পর্যটকদের। ভারতীয় প্রত্নতত্ত্ব সর্বেক্ষণ (এএসআই) বসন্ত কুমার স্বর্ণকার জানিয়েছেন, “মাস্ক না পরে কেউ ঢুকতে […]