সপ্তাহান্তে পুরীর মন্দির বন্ধ, অন্য দিনে লাগছে কোভিড ১৯ নেগেটিভ রিপোর্ট অথবা টিকা সার্টিফিকেট

ভ্রমণঅনলাইন ডেস্ক: দেশে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় পুরীর জগন্নাথ মন্দির সপ্তাহান্তে দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে। ১৯ এপ্রিল থেকে নতুন নির্দেশিকা জারি হয়েছে।

শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশন (এসজেটিএ) এক নির্দেশ জারি করে বলেছে, কোভিড ১৯ সংক্রমণের প্রসার ঠেকাতে এবং মন্দির চত্বর স্যানিটাইজ করতে প্রতি শনিবার ও রবিবার পুরীর জগন্নাথ মন্দির জনগণের দর্শনের জন্য বন্ধ থাকবে।

এসজেটিএ-র ওই নির্দেশে বলা হয়েছে, “ওড়িশার বাইরে থেকে যে সব ভক্ত মন্দির দর্শনের জন্য আসবেন তাঁদের সঙ্গে কোভিড ১৯ নেগেটিভ সার্টিফিকেট (আরটি–পিসিআর) থাকতে হবে। ওই সার্টিফিকেট মন্দির দর্শনের ৯৬ ঘণ্টা আগের হলে চলবে না। অথবা দর্শনার্থীদের কোভিড ১৯ টিকার দ্বিতীয় ডোজের রিপোর্ট সঙ্গে রাখতে হবে।”

নির্দেশে বলা হয়েছে, “বাইরে থেকে আসা ব্যক্তিদের জন্য রাজ্য সরকার আর যে সব বিধিনিষেধ আরোপ করেছেন সে সব নিখুঁত ভাবে মেনে চলা হবে।”

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসাব অনুযায়ী, বর্তমানে ওড়িশায় সক্রিয় কোভিড ১৯ রয়েছেন ১৩ হাজার ৮৩৭ জন এবং এ পর্যন্ত ওই রাজ্যে ৩ লক্ষ ৪২ হাজার ৫৭০ জন কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুন: ফের বন্ধ হয়ে গেল সায়েন্স সিটি, জাদুঘর, ভিক্টোরিয়া মেমোরিয়াল, বিড়লা মিউজিয়াম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *