ভ্রমণঅনলাইন ডেস্ক: অভূতপূর্ব করোনা পরিস্থিতির জেরে কলকাতা মহানগরীর বেশ কিছু পর্যটনস্থল ফের বন্ধ করে দেওয়া হল। ১৬ এপ্রিল থেকে এই নির্দেশ বলবৎ হয়েছে।
বন্ধ হয়ে যাওয়া পর্যটনস্থলগুলির মধ্যে রয়েছে ভারতীয় জাদুঘর, সায়েন্স সিটি, বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম এবং ভিক্টোরিয়াল মেমোরিয়ালের গ্যালারি। ভিক্টোরিয়ার চত্বরেও প্রবেশ করা যাবে না।
এই মর্মে এক নির্দেশিকা জারি করেছেন ন্যাশনাল কাউন্সিল অব সায়েন্স মিউজিয়ামস-এর ডিরেক্টর জেনারেল এ ডি চৌধুরী। নির্দেশিকায় তিনি বলেছেন, “ভারতীয় জাদুঘর, সায়েন্স সিটি, বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম এবং ভিক্টোরিয়াল মেমোরিয়ালের গ্যালারি ও বাগান সংস্কৃতি মন্ত্রকের নির্দেশের আওতায় আসবে।”
আগামী ১৫ মে কিংবা যত দিন না আবার পরবর্তী নির্দেশ আসে তত দিন পর্যন্ত ওই পর্যটনস্থলগুলি বন্ধ থাকবে।
গত বছরে লকডাউনের পরে কোভিড পরিস্থিতির উন্নতি হওয়ায় ১০ নভেম্বর থেকে এই স্থানগুলি পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছিল।
আরও পড়ুন: তাজমহল-সহ এএসআই-এর আওতাধীন সব পর্যটনস্থল ১৫ মে পর্যন্ত বন্ধ
🔘 MakeMyTrip-এ এখনই হোটেল বুক করুন – ছাড় চলছে!
👉 বুক করতে এখানে ক্লিক করুন