কবে চালু হচ্ছে হাওড়া-পুরী বন্দে ভারত? জানা গেল দিনক্ষণ

যাত্রা শুরু করল বন্দে ভারত এক্সপ্রেস।

ভ্রমণ অনলাইনডেস্ক: সফল হয়েছে ‘ট্রায়াল রান’। প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ১৩০ কিলোমিটার বেগে ছুটেছে খড়্গপুর রেল ডিভিশনের হাতে আসা রাজ্যের দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া-পুরী রুটে চালু হতে চলা ওই ট্রেনের উদ্বোধনের দিন ঘোষণার অপেক্ষা করছেন যাত্রীরা। জানা যাচ্ছে, সব কিছু ঠিক থাকলে আগামী ১৫ মে উদ্বোধন হতে চলেছে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস।

দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর ডিভিশন সূত্রে খবর, সব ঠিক থাকলে আগামী ১৫ মে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে হাওড়া বা খড়্গপুর নয়, পুরী স্টেশন থেকে ডাউন এই ট্রেনের উদ্বোধন হবে।

ভার্চুয়াল মাধ্যমেই উদ্বোধন করবেন তিনি। যদিও ওই দিন সাধারণ যাত্রীরা ওই ট্রেনে উঠতে পারবেন না। ১৬ মে থেকে সর্বসাধরণের জন্য ওই ট্রেন চালানো হবে। সে ক্ষেত্রে আসন সংরক্ষণের প্রক্রিয়া কবে থেকে শুরু হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে।

আপাতত কর্নাটকের নির্বাচন চলায় এই ট্রেন উদ্বোধনের দিনক্ষণ ঘোষণায় গোপনীয়তা বজায় রাখছে রেল কর্তৃপক্ষ। তবে নির্বাচনের ফল ঘোষণার পরে ১৩ অথবা ১৪ মে থেকে ওই ট্রেনের আসন সংরক্ষণ প্রক্রিয়া চালু করে উদ্বোধনের দিনক্ষণ ঘোষণা করা হতে পারে। যদিও দক্ষিণ-পূর্ব রেলের এক আধিকারিক সংবাদমাধ্যমকে বলেন, “আগামী ১৫ মে হাওড়া-পুরী বন্দেভারতের উদ্বোধনের দিন কার্যত চূড়ান্ত। পুরী থেকেই উদ্বোধন হবে। প্রধানমন্ত্রী ভার্চুয়াল মাধ্যমে না সশরীরে উপস্থিত থাকবেন সেটা এখনই বলা যাচ্ছে না।”

রেল সূত্রে জানা গিয়েছে, হাওড়া-পুরী রুটে এই মুহূর্তে সব চেয়ে দ্রুতগামী ট্রেন হাওড়া-পুরী শতাব্দী। ওই ট্রেনে হাওড়া থেকে পুরী যেতে ৭ ঘণ্টা ৩৫ মিনিট সময় লাগে। বন্দে ভারত তার থেকেও এক ঘণ্টা আগে পুরী পৌঁছোবে বলে জানা গিয়েছে।

এ ক্ষেত্রে গত ২৮ এপ্রিল যে সময়ে ওই ট্রেনের পরীক্ষামূলক সফরের সময়কেই বেছে নিচ্ছে রেল। হাওড়া থেকে ট্রেনটি সকাল ৬টা ১০ মিনিটে ছেড়ে দুপুর ১২টা ৩৫ মিনিটে পুরী পৌঁছোবে। ফের বেলা দেড়টায় পুরী থেকে ছাড়বে ওই ট্রেন। তবে উদ্বোধনের দিন অন্য সময় বেছে নেওয়া হবে। এক দিন আগেই ১৪ মে খড়্গপুর ডিভিশন থেকে পুরী স্টেশনে পাঠিয়ে দেওয়া হবে ওই ট্রেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *