উত্তরবঙ্গে ব্যাঘ্র পর্যটন সার্কিট তৈরি করার চিন্তাভাবনা

ভ্রমণ অনলাইনডেস্ক: উত্তরবঙ্গের বনবাংলোগুলো থেকে গণ্ডার আর হাতির দর্শন তো হয়ই। এ বার চিন্তাভাবনা হচ্ছে এমন একটা প্রকল্প নেওয়ার যাতে বাংলোর ভেতর থেকে বাঘের হালুম শব্দও শুনতে পান পর্যটকরা। সুন্দরবনের সজনেখালিতে রাত কাটালে যে রকম অভিজ্ঞতা হয়, সেই রকমই চিন্তাভাবনা।

বক্সাতে বাঘ আছে কি নেই তা নিয়ে বিতর্কের অন্ত নেই। তবে নানা সময় ট্র্যাপ ক্য়ামেরায় ধরা পড়েছে তাদের ছবি। এমনকি আপার নেওড়া ভ্য়ালি এলাকায় রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি ধরা পড়েছিল।গত বছরই সেই ছবি সামনে এনেছিল বন দফতর। এ বার উত্তরবঙ্গে সেই বাঘের উপস্থিতিকে সঙ্গে নিয়ে ব্যাঘ্র পর্যটনের কথা ভাবছে বনদফতর। এ বিষয়ে ইঙ্গিত দিয়েছেন রাজ্যের মুখ্য় বনপাল সৌমিত্র দাশগুপ্ত।

এ দিকে সামগ্রিক বিষয়গুলি নিয়ে মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত দফায় দফায় বৈঠক হয় রাজাভাতখাওয়াতে। সেখানে ন্যাশানাল কনজারভেশন কমিটির পক্ষে অতিরিক্ত ডিজি এসপি যাদব, গ্লোবাল টাইগার ফোরামের সেক্রেটারি জেনারেল রাজেশ গোপাল উপস্থিত ছিলেন।

রাজ্যের মুখ্য বনপাল জানিয়েছেন, রয়্যাল বেঙ্গল টাইগারের বাসস্থান বা তার উপযুক্ত জায়গা তৈরির জন্য বৈঠকে যা আলোচনা হয়েছে তা যদি আমরা মেনে চলি তা হলে আগামী ৬ মাসের মধ্যে আমরা তার ফল পাব। যদি বছরখানেকের মধ্যে কাজটা সম্পন্ন করতে পারি তা হলে উত্তরবঙ্গে ব্যাঘ্র পর্যটন ও বাঘ সংক্রান্ত পদক্ষেপের আমূল বদল ঘটবে। বাংলা একটা নতুন অধ্যায় দেখতে পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *