কবে থেকে শুরু অমরনাথ যাত্রা? রেজিস্টেশনের ব্যাপারেও জেনে নিন খুঁটিনাটি

ভ্রমণ অনলাইনডেস্ক: চলতি বছরে অমরনাথ যাত্রা শুরু হচ্ছে আগামী ১ জুলাই থেকে। চলবে ৩১ অগস্ট পর্যন্ত।তীর্থযাত্রার জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে সোমবার ১৭ এপ্রিল থেকে।

গত শুক্রবার জম্মু ও কাশ্মীর রাজভবনে উপ-রাজ্যপাল মনোজ সিন্‌‌হার নেতৃত্বে বৈঠকে বসেছিল শ্রীঅমরনাথজি শ্রাইন বোর্ড। ওই বৈঠকের পরই অমরনাথ যাত্রা শুরুর দিন ঘোষণা করা হয়। সুষ্ঠু ভাবে যাতে তীর্থযাত্রা সম্পন্ন করা যায়, তার জন্য যাবতীয় বন্দোবস্ত করা হচ্ছে বলে জানিয়েছেন উপ-রাজ্যপাল।

অনন্তনাগ জেলার পহেলগাঁও এবং গান্ডেরওয়াল জেলার বালতাল থেকে অমরনাথ যাত্রা শুরু হবে। তীর্থযাত্রা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে বলে জানিয়েছে প্রশাসন। সকাল এবং সন্ধ্যায় তীর্থযাত্রীদের জন্য লাইভ টেলিকাস্টের (সরাসরি সম্প্রচার) ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন অমরনাথ কর্তৃপক্ষ। অমরনাথ যাত্রা সংক্রান্ত যাবতীয় তথ্য পেতে গুগল প্লে স্টোরে একটি অ্যাপ তৈরি করা হয়েছে।

রেজিস্ট্রেশনের প্রক্রিয়া

যাত্রার জন্য রেজিস্ট্রেশনের কিছু নিয়ম রয়েছে। রয়েছে বিধিনিষেধও। তা মেনেই আবেদন করতে হবে অমরনাথ যাত্রার জন্য। অমরনাথ যাত্রার জন্য ১৩ থেকে ৭০ বছর বয়সিরা আবেদন করতে পারবেন। তবে ৬ মাস বা তার বেশি অন্তঃসত্ত্বারা অমরনাথ যাত্রার জন্য আবেদন করতে পারবেন না। রেজিস্ট্রেশনের পর ব্যাঙ্কের মাধ্যমে টাকা জমা দিতে হবে। ভারতীয় ও বিদেশ বসবাসকারী ভারতীয়দের জন্য এই ফি আলাদা।

আসুন এক নজরে দেখে নিন কী ভাবে অমরনাথ যাত্রার জন্য আবেদন করবেন।

অমরনাথ যাত্রার জন্য ভারতীয় নাগরিকদের জমা দিতে হবে ১২০ টাকা। ব্যাঙ্কে গিয়ে এই টাকা জমা দিতে হবে। কিন্তু অনলাইন রেজিস্ট্রেশনের জন্য মাথাপিছু খরচ পড়বে ২২০ টাকা। তবে যদি আপনি এনআরআই বিভাগে পড়েন, তা হলে রেজিস্ট্রেশনের জন্য মাথাপিছু ১৫২০ টাকা দিতে হবে।

এর পাশাপাশি ২০২৩ সালের অমরনাথ যাত্রার জন্য কাউন্টার থেকে আরএফআইডি কার্ড নেওয়া বাধ্যতামূলক। সেই আরএফআইডি কার্ড যাত্রাকালে সব সময় গলায় ঝুলিয়ে রাখতে হবে বলে জানা গিয়েছে।

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া, জম্মু ও কাশ্মীর ব্যাঙ্ক এবং ইয়েস ব্যাঙ্কের যে কোনো শাখায় রেজিস্ট্রেশন করানো যাবে। শ্রী অমরনাথ যাত্রা শ্রাইন বোর্ডের (Shri Amarnathji Yatra Shrine Board ) ওয়েবসাইটে গিয়ে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে। https://jksasb.nic.in ওয়েবসাইটে গিয়ে করতে হবে রেজিস্ট্রেশন। গ্রুপেও রেজিস্ট্রেশন করা যাবে। এ সংক্রান্ত বিস্তারিত জানতে টোল ফ্রি নম্বর ১৮০০১৮০৭১৯৮ নম্বরে ফোন করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *