নদিয়ার বাহাদুরপুর জঙ্গলে নতুন পর্যটন কেন্দ্রের পরিকল্পনা, হবে সাফারিও

ভ্রমণ অনলাইনডেস্ক: জঙ্গল সাফারি করতে ভালোবাসেন না এমন পর্যটক খুব কমই রয়েছেন। কিন্তু জঙ্গল সাফারি মানেই যেতে হবে জলদাপাড়া। মোটা অংকের টাকা খরচ। সে কারণে অনেকের ইচ্ছে থাকলেও পকেটের টানে যাওয়া যায় না ভ্রমণে। ইচ্ছে থাকলেও উপায় থাকে না পর্যটকদের। তবে এ বার আর চিন্তা নেই। এ বার হাতের সামনেই পাওয়া যাবে সব কিছু।

ঘন জঙ্গলে রোমাঞ্চকর জঙ্গল সাফারি। জঙ্গলের ভিতর তাঁবুতেই রাত্রিবাস! এ সব পেতে আর খুব দূরে যেতে হবে না। ঘরের কাছেই এই ব্যবস্থা শুরু করছে পশ্চিমবঙ্গ বন দফতর। কৃষ্ণনগর সংলগ্ন বাহাদুরপুর জঙ্গলে মিলবে এ সব সুযোগসুবিধা। সেই সঙ্গে জেলায় বাড়বে কর্মসংস্থানও। এমনটাই আশা প্রশাসনের।

বন দফতর সূত্রে জানা গিয়েছে, বাহাদুরপুর জঙ্গলে রাত্রিবাসের জন্য কাঠের ছোটো ছোটো তাঁবু তৈরি করা হবে। বনফায়ার থাকবে। গাইডের সঙ্গে জঙ্গলে নাইটওয়াকেরও ব্যবস্থা করা হবে।‌ এখানে বিভিন্ন কাজে নিয়োগের জন্য আশপাশের গ্রামবাসীদের বাড়তি গুরুত্ব দেওয়া হবে।

বন দফতর সূত্রে জানা গিয়েছে, চলতি জানুয়ারি মাসের শেষ দিকে বাহাদুরপুর জঙ্গলে ঘিরে পর্যটনকেন্দ্রের চূড়ান্ত অনুমোদন হাতে আসতে চলেছে বন দফতরের। ফেব্রুয়ারি মাস নাগাদ পুরোদমে শুরু হবে পর্যটনকেন্দ্র গড়ে তোলার কাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *